সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে তখন বক্তৃতা দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ তখন নীচে বসে নবাগত বাণিজ্যিক উদ্যোগপতিরা৷ এক মনে তাঁরা শুনছিলেন কংগ্রেস সভাপতির বক্তৃতা৷ পিছন থেকে হঠাৎই উঠল ‘মোদি…মোদি…মোদি’ রব৷ ধীরে ধীরে সভার চারদিকে ছড়িয়ে পড়ল ওই আওয়াজটা৷ কি হচ্ছে বুঝতেই পারছিলেন না সভার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাও৷ যারা ওই স্লোগান তুলেছিলেন, অবশেষ ধাওয়া করে তাঁদের কয়েকজনকে পাকড়াও করলেন তাঁরা৷
[‘নামের আগে পাপ্পু যোগ করুন’, রাহুলকে কটাক্ষ বিজেপি নেতার]
সোমবার বেঙ্গালুরুর মন্যতা টেক পার্কে হাজির হয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সেখানকার নবাগত উদ্যোগপতিদের সঙ্গে কথা বলেন তিনি৷ কিন্তু কংগ্রেস সভাপতির বক্তৃতার সময়ই ব্যাপক গণ্ডগোল বাঁধে৷ তাঁর বক্তৃতার মাঝে হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্লোগান দিতে থাকেন সভায় উপস্থিত একদল দর্শক৷ অভিযোগ, রাহুলের উদ্দেশ্যে প্ল্যাকার্ড ও কালো পতাকাও দেখান তাঁরা৷ কংগ্রেস সভাপতিকে উদ্দেশ্যে করে দেওয়া হয় মানহানিকর স্লোগান৷ জানা গিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে সভাজুড়ে তৈরি হয় একটা চরম অব্যবস্থা৷ পরিস্থিতি দেখে কিছুক্ষণের জন্য থতমত খেয়ে যায় সেখানে উপস্থিত পুলিশ কর্মীরাও৷ তবে সঙ্গে সঙ্গে ওই মোদি সমর্থকদের ধাওয়া করে পুলিশ৷ এবং তাঁদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়৷ যদিও বেঙ্গালুরু পুলিশের তরফে গ্রেপ্তারির কথা উড়িয়ে দেওয়া হয়েছে৷
[লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কংগ্রেসের দ্বারস্থ ‘দস্যু সর্দার’ ]
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি৷ গেরুয়া শিবিরের তরফে বলা হয়, ‘‘যাঁরা দেশভাগের স্লোগান দেয়, তাঁদের আলিঙ্গন করে ওরা৷ আর মোদির ভক্তদের গ্রেপ্তার করায়৷’’ তাঁদের সমর্থকদের কংগ্রেসের সদস্যরা মারধর করেছে বলেও পালটা অভিযোগ করেছে বিজেপি৷ রাহুল গান্ধীর উদ্দেশ্যে টুইটে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সেখানে উপস্থিত পুলিশের একাংশের দাবি, রাহুল ওই স্থান থেকে বেরানোর সময়ও স্লোগান দিচ্ছিলেন বিজেপির ওই সমর্থকরা৷ এবং স্লোগান দিতে দিতে কংগ্রেস সভাপতি খুব কাছে চলে যান তাঁরা৷ এই ঘটনা ঠিক সময়ে আয়ত্তে না আনলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.