Advertisement
Advertisement
Pro-Khalistani

‘দিল্লি বনেগা খলিস্তান’, জি-২০ সম্মেলনের আগে রাজধানীর মেট্রো স্টেশনে বিস্ফোরক স্লোগান

খলিস্তানি সংগঠন 'শিখস ফর জাস্টিস' এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি দিল্লি পুলিশের।

Pro-Khalistani Slogans Written On Over 5 Delhi Metro Station Walls | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 27, 2023 1:36 pm
  • Updated:August 27, 2023 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস রাজধানী দিল্লিতে খলিস্তানিদের হুঙ্কার! মেট্রো স্টেশনের বাইরে লেখা হল বিতর্কিত স্লোগান। জি-২০ সম্মেলনের আগে রাজধানীর নিরাপত্তা নিয়ে বড়সড় চিন্তা।


এএনআই সূত্রের খবর, রবিবার সকালে দিল্লির পাঁচটি মেট্রো স্টেশনের দেওয়ালে খলিস্তানপন্থী স্লোগান। দেওয়ালগুলিতে লেখা,’দিল্লি বনেগা খলিস্তান। খলিস্তান জিন্দাবাদ।’ দিল্লি পুলিশ (Delhi Police) সূত্রের খবর জি-২০ বৈঠকের আগে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই ওই খলিস্তানপন্থী স্লোগান লেখা হয়েছে। পরে পুলিশ গিয়ে সেই স্লোগান মুছে দেয়। 

[আরও পড়ুন: কাঁচা মাছ ও সমুদ্রের জলেই দিন গুজরান! প্রশান্ত মহাসাগরে ২ মাস পরে উদ্ধার নাবিক]

জানা গিয়েছে, খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস (Sikhs For Justice) ওই স্লোগান লিখেছে। ওই সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় তেমনটাই দাবি করা হয়েছে। এমনকী ‘শিখস ফর জাস্টিসে’র কর্মীরা দিল্লিতে ছড়িয়ে পড়েছে বলেও খবর। দিল্লির শিবাজী পার্ক থেকে পাঞ্জাবি বাগ স্টেশন পর্যন্ত পাঁচটি স্টেশনগুলিতে উপস্থিতও ছিলেন তাঁরা। দিল্লি পুলিশ এ নিয়ে আইনি পদক্ষেপও শুরু করেছে।

[আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া কুমার, দেখা করলেন রাহুল গান্ধীর সঙ্গে]

এর আগে এই খলিস্তানপন্থী জঙ্গি সংগঠনটি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি দিয়েছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকে যোগ দিতে আমেরিকায় যাবেন প্রধানমন্ত্রী। সেই সময়ই হোয়াইট হাউস-সহ আমেরিকার বিভিন্ন স্থানে বিক্ষোভের কর্মসূচিও নিয়ে ফেলেছে জঙ্গি গোষ্ঠীটি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement