Advertisement
Advertisement

Breaking News

প্রিয়াঙ্কা

বারাণসীতে মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা? জল্পনা উসকে দিলেন রাজীব তনয়া নিজেই

রায়বরেলির প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়ে বারাণসীর নাম বললেন প্রিয়াঙ্কা৷

Priyanka may challenge Modi from Varanasi this LS polls
Published by: Sucheta Sengupta
  • Posted:March 29, 2019 2:30 pm
  • Updated:March 29, 2019 2:37 pm  

নন্দিতা রায়: বারাণসীতে কি এবার মেগা লড়াই? যে বারাণসী নরেন্দ্র মোদিকে এনে দিয়েছিল প্রধানমন্ত্রীর কুরসি, সেখানেই ফের লড়ছেন তিনি৷ ২০১৪-র মতো দুটি আসনে নয়, এবার মোদির সমস্ত ফোকাস একটাই কেন্দ্রে – বারাণসী৷ কিন্তু রাজনৈতিক লড়াই হবে কার সঙ্গে? দেশের বিদায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়াই তো সহজ নয়৷ তাই ভেবেচিন্তেই বারাণসী কেন্দ্রে প্রার্থী বাছাই করছে প্রতিপক্ষ দলগুলি৷

                                                 আর পড়ুন : যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৮ ]

Advertisement

এসবের মধ্যেই নতুন জল্পনা উসকে দিলেন এই মুহূর্তে কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী৷ বৃহস্পতিবার মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলিতে প্রচারসভা করতে গিয়েছিলেন তিনি৷ গান্ধী পরিবারের কন্যাকে কাছে পেয়ে কংগ্রেস কর্মী, সমর্থকদের উচ্ছ্বাস আর বাঁধ মানেনি৷ তাঁকে ঘিরে ধরে সকলেই একবার কথা বলতে চান৷ আর কথায় কথায় যথারীতি উঠল প্রিয়াঙ্কার নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গ৷ সকলের আবদার, সোনিয়া গান্ধীর বদলে এবার না হয় রায়বরেলির প্রার্থী হোন প্রিয়াঙ্কা৷ তাঁকেই প্রার্থী হিসেবে চাইছেন বলে একসুরে বলতে থাকেন সেখানকার আমজনতা৷ প্রিয়াঙ্কাও হাসিমুখেই তাঁদের কথা শুনছিলেন৷ রায়বরেলির প্রার্থী হওয়া নিয়ে নাছোড় কংগ্রেস সমর্থকদের শান্ত তিনি আচমকাই বলে ওঠেন, ‘বারাণসী নয় কেন?’ ব্যস, এটুকু কথার পরই জল্পনা একেবারে তুঙ্গে৷ তাহলে কি মোদির প্রতিপক্ষ হিসেবে বারাণসীর মাটিতেই ভোটযুদ্ধে এগিয়ে দেওয়া হচ্ছে সদ্য রাজনীতিতে পা দেওয়া গান্ধী পরিবারের সদস্যকে?

                                             আর পড়ুন : অ্যাপের মাধ্যমে জঙ্গি নিয়োগ, জইশের নয়া ছকের পর্দাফাঁস]

ভারতীয় রাজনীতির সঙ্গে গান্ধী পরিবারের অবিচ্ছেদ্য সম্পর্ক দীর্ঘদিনের৷ রাজীব-সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা অনেকদিন এই বৃত্তের বাইরে থাকলেও, অত্যন্ত গুরুত্বপূর্ণ  একটি সময়ে তাঁকেও রাজনীতির মাঠে নামিয়ে এনেছেন দাদা রাহুল গান্ধী৷ ২০১৯ লোকসভাকে সামনে রেখেই প্রিয়াঙ্কার অভিষেক হয়েছে রাজনীতির ময়দানে৷ তবে সরাসরি নির্বাচনী লড়াইয়ে নয়৷ প্রাথমিকভাবে কংগ্রেস সভাপতি বোনকে দিয়েছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশে প্রচারের দায়িত্ব৷ সেইমতোই উত্তরপ্রদেশ ঘুরে ঘুরে প্রচার করছেন প্রিয়াঙ্কা৷ চমকও দিচ্ছেন বেশ৷ কর্মী, সমর্থকরা একেবারে চাঙ্গা হয়ে উঠেছেন৷ কোমর বেঁধে কাজে নেমে পড়েছেন সকলে৷ দিন কয়েক আগেই বারণসীতে নৌপথে মন্দির ঘুরে ঘুরে প্রচার করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ তা বেশ জমজমাট হয়েছিল৷ যেখানেই যাচ্ছেন, সেখানকার প্রচারেই নতুন মাত্রা যোগ করছেন৷ বুঝিয়ে দিচ্ছেন, দল যে দায়িত্ব দিয়েছে, তা তিনি বেশ ভালভাবেই পালন করছেন৷ আর সেখান থেকেই প্রত্যাশা বাড়ছে৷ প্রিয়াঙ্কাকে প্রার্থী হিসেবে চাইছেন দলেরই অনেকে৷ সেইসঙ্গে প্রিয়াঙ্কা নিজেই বারাণসীর নাম বলে জল্পনা আরও উসকে দিয়েছেন৷ তাহলে নরেন্দ্র মোদি বনাম প্রিয়াঙ্কা গান্ধীর লড়াই দেখতে চলেছে দেশ৷ প্রিয়াঙ্কার মন্তব্য সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement