স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: পড়ুয়াদের আবেদন নাকচ হয়ে গিয়েছে আগেই। এবার করোনার (COVID-19) তাণ্ডব থেকে পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের বাঁচাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্কের ( Ramesh Pokhriyal Nishankon) কাছে সিবিএসই পরীক্ষা বাতিলের আবেদন করে চিঠি দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। টুইটারে কেন্দ্রের কাছে একই আবেদন করলেন কংগ্রেস প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও। ইতিমধ্যেই ছত্তিশগড়ে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে। হরিয়ানায় অষ্টম শ্রেণি পর্যন্ত বন্ধ ক্লাস।
করোনার (Corona Virus) নতুন ঢেউয়ে শঙ্কিত হয়ে সিবিএসই (CBSE) বোর্ডের কাছে পরীক্ষা বাতিল করার আবেদন করেন লক্ষাধিক পড়ুয়া। তাতে সায় দেন শিক্ষক, অভিভাবকরাও। তবে গত বৃহস্পতিবার সিবিএসই এবং সিআইএসসিই পত্রপাঠ তা বাতিল করে দেয়। তারা জানায়, এই ব্যাপারে কোনও চিন্তার প্রয়োজন নেই। কোভিডবিধি মেনেই হবে পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের পাশাপাশি করোনাসুরের ভয় কাটাতে পারেননি শিক্ষক বা অভিভাবকরাও। এরপরই রবিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়ালকে চিঠি লিখে পরীক্ষা বাতিলের আবেদন করেন প্রিয়াঙ্কা। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জীবন নিয়ে এভাবে ঝুঁকি না নেওয়ার অনুরোধ করে তিনি বলেন, “রোজ এক লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া বাস্তবসম্মত নয়। রাজনৈতিক নেতা হিসাবে আমাদের কর্তব্য ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। দয়া করে সেটা করুন। পরিস্থিতি চিন্তা করে পরীক্ষা বাতিল করুন।”
देश भर में कोरोना के बढ़ते मामलों के बीच छात्रों व उनके अभिवावकों ने CBSE परीक्षा 2021 को लेकर कुछ वाजिब चिंताएं जाहिर की हैं।
My letter to the Minister of Education @DrRPNishank asking him to reconsider allowing the CBSE to conduct board exams under the prevailing COVID wave. pic.twitter.com/Ai4Zl796il
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 11, 2021
প্রিয়াঙ্কার মতো চিঠি লিখে না হলেও টুইটারে পরীক্ষা আয়োজন করা নিয়ে কেন্দ্রকে আরও একবার ভাবনাচিন্তার পরামর্শ দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি লিখলেন, “দেশজুড়ে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে, সেই সময়ে সিবিএসই পরীক্ষা আয়োজন করা নিয়ে আবার ভাবনাচিন্তা করা উচিত।”
In the light of the devastating Corona second wave, conducting #CBSE exams must be reconsidered. All stakeholders must be consulted before making sweeping decisions.
On how many counts does GOI intend to play with the future of India’s youth?
— Rahul Gandhi (@RahulGandhi) April 11, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.