Advertisement
Advertisement

Breaking News

প্রিয়াঙ্কা গান্ধী, নরেন্দ্র মোদি

‘মোদি শোলে ছবির আসরানি’, ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ প্রিয়াঙ্কার

মোদিকে ‘বিশ্বের সবচেয়ে বড় অভিনেতা’ বলেও কটাক্ষ করেছিলেন প্রিয়াঙ্কা৷

Priyanka Gandhi Vadra made bollywood reference to attacks Modi
Published by: Sayani Sen
  • Posted:May 18, 2019 11:55 am
  • Updated:May 18, 2019 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ দফা লোকসভা নির্বাচনের আগে মোদিকে আক্রমণের ঝাঁজ ক্রমশই বাড়াচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী৷ প্রধানমন্ত্রীকে ‘বিশ্বের সবচেয়ে বড় অভিনেতা’ বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক৷ এবার তাঁকে ‘শোলে’ ছবির আসরানির সঙ্গে তুলনা করলেন প্রিয়াঙ্কা৷

[ আরও পড়ুন: ফুলনের কথায় বিষাদ নামে মির্জাপুরে, ভোটে এখনও প্রাসঙ্গিক ডাকাতরানি]

বিখ্যাত ছবি ‘শোলে’র প্রতিটি দৃশ্য সকলের চোখের সামনে ভাসে৷ ওই ছবিতেই জেলারের চরিত্রে অভিনয় করেছিলেন আসরানি৷ তিনি দিনরাত ঘুরতে ফিরতে ইংরেজ শাসনকালের কথা টেনে আনতেন৷ নির্বাচনী জনসভা থেকে সেই চরিত্রের সঙ্গে মোদির তুলনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ গোরক্ষপুরের জনসভায় জনতার উদ্দেশ্যে প্রিয়াঙ্কা বলেন,‘‘আপনার কি শোলে দেখেছেন? আসরানির কথা মনে আছে? তিনি সবসময় ইংরেজ শাসনকালের কথা বলতেন৷ মোদিও ঠিক একইভাবে জওহরলাল নেহেরু এবং রাজীব গান্ধীর কাজ নিয়ে আলোচনা করেন৷ কেন তিনি গত পাঁচ বছরের নিজের কাজ নিয়ে আলোচনা করেন না?’’

Advertisement

[ আরও পড়ুন: উপত্যকায় ফের জঙ্গিদমনে সাফল্য, সেনার গুলিতে নিকেশ ২ হিজবুল সদস্য]

বেশ কয়েকদিন আগে রাজস্থানের একটি জনসভায় নাম না করে জওহরলাল নেহেরুকে আক্রমণ করেছিলেন মোদি৷ তিনি বলেছিলেন, ‘‘যিনি পোশাকে গোলাপ লাগিয়ে ঘুরতেন তাঁর নিজের বাগান সম্পর্কে ধারণা রয়েছে৷ তবে কৃষকদের খেত সম্বন্ধে তাঁর কোনও ধারণা নেই৷ সেকারণে এত দুর্দশা তাঁদের৷’’ তার পাশাপাশি রাজীব গান্ধীকে দুর্নীতিগ্রস্ত বলেও কটাক্ষ করেন মোদি৷ ছুটি কাটাতে রণতরীকে তিনি ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি৷

[আরও পড়ুন: সাংবাদিক বৈঠকে অতিথির ভূমিকায় মোদি, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার]

আসরানির সঙ্গে তুলনা টানার পাশাপাশি গান্ধী পরিবারের কন্যা মোদিকে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন৷ তিনি বলেন, ‘‘আপনাকে দিল্লির মেয়ে চ্যালেঞ্জ করছে৷ শেষ দফার নির্বাচনের আগে জিএসটি, নোটবন্দি, নারীসুরক্ষা এবং অবাস্তবায়িত প্রকল্পগুলি নিয়ে আলোচনা করুন৷’’ রাজনৈতিক মহলের দাবি, আসরানির প্রসঙ্গ তুলে বাবার অপমানের পালটা নরেন্দ্র মোদিকে জবাব দিলেন প্রিয়াঙ্কা গান্ধী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement