সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তারপর থেকেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা শুরু করে বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীরা। তাঁদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কংগ্রেস নেত্রী শুক্রবারই তোপ দেগে বলেছিলেন, ক্ষণে ক্ষণে রং বদলায় মোদি সরকার। শনিবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সনিয়া কন্যা। সেখানে তিনি আরজি জানালেন, যদি কৃষকদের সম্পর্কে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে তাঁর উচিত নয় অজয় মিশ্রর সঙ্গে এক মঞ্চে না থাকা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে অভিযোগ উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার। যা নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছিল গত মাসে। পুলিশ গ্রেপ্তারও করেছে আশিসকে। কেন্দ্র কৃষি আইন প্রত্যাহারের পরেও মোদি সরকারের সমালোচনায় এবার সেই ইস্যুই তুলে ধরলেন প্রিয়াঙ্কা।
ঠিক কী লিখেছেন প্রিয়াঙ্কা? তাঁর চিঠিতে কংগ্রেস নেত্রীর আরজি, ”মাননীয় প্রধানমন্ত্রী, যদি দেশের কৃষকদের প্রতি আপনার মনোভাব সত্যিই সৎ থাকে, তাহলে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির সঙ্গে ডিজিপি কার্যক্রমের মঞ্চ ভাগ করবেন না। ওঁকে বরখাস্ত করুন।”
प्रधानमंत्री जी,
अगर देश के किसानों के प्रति आपकी नीयत सचमुच साफ है, तो आज अपने केंद्रीय गृह राज्य मंत्री अजय मिश्र टेनी के साथ डीजीपी कांफ्रेंस में मंच पर विराजमान मत होइए, उनको बर्ख़ास्त कीजिए।कांग्रेस महासचिव श्रीमती @priyankagandhi का पीएम मोदी को पत्र। pic.twitter.com/dVNoGSMski
— Congress (@INCIndia) November 20, 2021
উল্লেখ্য, শুক্রবার গুরু নানকের জন্মদিনে বিরাট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে দিয়েছেন, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্র। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সংসদের আসন্ন অধিবেশনেই এই তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.