Advertisement
Advertisement
Priyanka Gandhi

নিজের গাল নিয়ে বলেন না তো? বিধুরির কুমন্তব্যে পালটা তোপ প্রিয়াঙ্কার

কালকাজি কেন্দ্রে রমেশ বিধুরিকে প্রার্থী করেছে বিজেপি।

Priyanka Gandhi slams Ramesh Bidhuri over cheek remark

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 8, 2025 8:47 pm
  • Updated:January 8, 2025 10:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গালের মতো চকচকে রাস্তা’ বিতর্কে এবার রমেশ বিধুরিকে একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার তিনি বিজেপি প্রার্থীকে তোপ দেগে বলেন, এমন মন্তব্য অত্যন্ত হাস্যকর। অযথা এসব কথা বলার প্রয়োজন নেই মোটেই। সঙ্গে কংগ্রেস সাংসদের প্রশ্ন, নিজের গাল নিয়ে বিধুরি কিছু বলেননি কেন?

কালকাজি কেন্দ্রে রমেশ বিধুরিকে প্রার্থী করেছে বিজেপি। প্রচারে গিয়ে ওয়ানড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, বিধানসভা নির্বাচনে জিতলে প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা বানিয়ে দেবেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিধুরিকে ‘নারীবিদ্বেষী’ বলে আক্রমণ শানায় কংগ্রেস-আপ। হাত শিবিরের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, “এটাই বিজেপির আসল চেহারা। প্রিয়াঙ্কা গান্ধীর কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিত বিজেপির শীর্ষ নেতৃত্বের।”

Advertisement

যদিও কংগ্রেসকে পালটা দিয়েছেন বিধুরি। লালুপ্রসাদ যাদবের মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি নেতার দাবি, “আজ কংগ্রেসের খারাপ লাগছে। তাহলে হেমা মালিনীর সময়ে কী হয়েছিল? দেশের অন্যতম সেরা নায়িকা ছিলেন তিনি। প্রচুর সম্মান পেয়েছেন। তাঁকে নিয়ে মন্তব্য করে লালুপ্রসাদকে যদি সমস্যায় পড়তে না হয় তাহলে আমাকে আক্রমণ করা কেন? হেমা মালিনী কি মহিলা নন?” উল্লেখ্য, লালুপ্রসাদ যাদব বলেছিলেন হেমার গালের মতো মসৃণ হয়ে যাবে বিহারের সব রাস্তা। সেই নিয়েও বিতর্ক বেঁধেছিল।

এবার গোটা বিষয়টি নিয়ে সরব হলেন স্বয়ং প্রিয়াঙ্কা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়ানড়ের সাংসদ বলেন, “হাস্যকর একটা কথা বলেছেন উনি। নিজের গাল নিয়ে তো কথা বলেন না। এসবের তো কোনও দরকার নেই। নির্বাচনের সময় দিল্লির মানুষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা উচিত।” উল্লেখ্য, প্রিয়াঙ্কার পর দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে নিয়েও কুমন্তব্য করেছেন বিধুরি। সেই নিয়ে ক্ষমাও চাননি তিনি। বরং শোনা যাচ্ছে, দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হবেন এই বিধুরিই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement