Advertisement
Advertisement
Priyanka Gandhi

‘আর কত নিচে নামবেন!’, রাবণরূপে রাহুলের পোস্টার দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন প্রিয়াঙ্কা

গতকালই রাহুলকে রাবণ সাজিয়ে পোস্টার প্রকাশ করে বিজেপি।

Priyanka Gandhi slammed BJP over a graphic prominently featuring her brother Rahul Gandhi as Ravana | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 6, 2023 12:19 pm
  • Updated:October 6, 2023 12:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী (Rahul Gandhi) রাবণরূপে! বিজেপির পোস্টার ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। এবার আসরে নামলেন খোদ রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী। দাদাকে রাবণরূপে দেখে স্বাভাবিকভাবেই তেলেবেগুনে জ্বলে উঠলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। সোজা মোদি-নাড্ডাদের তোপ দেগে প্রিয়াঙ্কার প্রশ্ন, আপনারা কি সাংবিধানিক পদের শপথও ভুলে গেলেন?

গতকাল নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে সিনেমার পোস্টারের আদলে একটি পোস্টার প্রকাশ করে বিজেপি (BJP)। অবিকল রাবণের মুখের আদলে রাহুল গান্ধীর মুখ দেখা যাচ্ছে সেই পোস্টারে। সিনেমার আদলেই পোস্টারে লেখা হয়েছে, এই রাবণ কংগ্রেস (Congress) পার্টির তৈরি। এমনকী রাহুলের সঙ্গে তথাকথিত ‘ভারত বিরোধী’ শিল্পপতি জর্জ সোরসকেও জুড়ে দেওয়া হয়েছে ওই পোস্টারে। বিজেপির দাবি রাহুলের এই রাবণরূপের নেপথ্যে আছেন জর্জ সোরসই।

[আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেটের দাপট, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে মেন ইন ব্লু]

রাহুলকে এভাবে রাবণরূপে দেখানোই স্বাভাবিকভাবেই তেলেবেগুনে জ্বলে উঠেছে কংগ্রেস। কংগ্রেসের একের পর এক শীর্ষনেতা মুখ খুলছেন। খোদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) নরেন্দ্র মোদি এবং জেপি নাড্ডাকে (JP Nadda) তোপ দেগে বলছেন,”সম্মানীয় নরেন্দ্র মোদি এবং জেপি নাড্ডা, আপনারা আর কতটা নিচে নামবেন। আপনাদের দলের সোশাল মিডিয়া হ্যান্ডেলে যে হিংসাত্মক এবং উসকানিমূলক পোস্ট করা হচ্ছে সেগুলো কি আপনারা সমর্থন করেন? কিছুদিন আগেই তো আপনারা সৌজন্য বজায় রাখার শপথ নিয়েছিলেন। নাকি অন্যান্য প্রতিশ্রুতির মতো সেটাও ভুলে গেলেন।”

[আরও পড়ুন: রথীন ঘোষের বাড়িতে সাড়ে ১৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ইডির, ‘রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’, দাবি মন্ত্রীর]

বস্তুত, রাহুলের ওই পোস্টার নিয়ে গোটা কংগ্রেস আসরে নেমে পড়েছে। যুব কংগ্রেসের তরফে পালটা মোদিকে নিয়ে পোস্টার বানানো হয়েছে। দলের শীর্ষনেতারা তো বটেই রাজ্যস্তরেও প্রতিবাদ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। দলের আরেক শীর্ষনেতা কে সি বেণুগোপাল (KC Venugopal) বলেন, “এই ছবির নিন্দা করতে কোনও শব্দই যথেষ্ট নয়। আসলে বিজেপি রাহুলকে খুন করতে চায়, এই পোস্টার থেকেই তাদের উদ্দেশ্য বোঝা যাচ্ছে। নিজের ঠাকুমা ও বাবাকেও এইভাবেই হারিয়েছিলেন রাহুল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement