রায়বরেলিতে প্রিয়াঙ্কাকে প্রার্থী চেয়ে পোস্টার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণে এবার লোকসভার পরিবর্তে রাজ্যসভার সাংসদ হয়েছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর ছেড়ে যাওয়া আসন রায়বরেলিতে (Rae Bareli) এবার কে প্রার্থী হবেন তা নিয়ে জাতীয় রাজনীতিতে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই সোনিয়ার বিকল্প হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তাঁর কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার দাবি উঠল। রায়বরেলি লোকসভা কেন্দ্রের জায়গায় জায়গায় পড়ল পোস্টার- তোমাকেই চাই।
প্রিয়াঙ্কাকে প্রার্থী চেয়ে রায়বরেলির একাধিক জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। যেখানে হিন্দি ভাষায় লেখা, “রায়বরেলির পুকারতি প্রিয়াঙ্কা গান্ধীজি (Priyanka Gandhi) আয়ে।” অর্থাৎ ‘রায়বরেলির মানুষের আর্জি এই কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীজি আসুন।’ পাশাপাশি পোস্টারে আরও লেখা হয়েছে, “কংগ্রেসের উন্নয়নমূলক কার্যকে আরও এগিয়ে নিয়ে চলুন।” এই পোস্টারে দেওয়া হয়েছে স্থানীয় কংগ্রেস (Congress) নেতৃত্বের তরফেই।
২০০৪ সাল থেকে টানা রায়বরেলি কেন্দ্রের সাংসদ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে আসন্ন লোকসভা নির্বাচনে সোনিয়া এখান থেকে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় একদা কংগ্রেসের ‘দুর্গ’ এখন রক্ষীহীন। রাজ্যসভায় রাজস্থানের জয়পুর আসনে সাংসদ সোনিয়া। তাঁর অবর্তমানে শুরু থেকেই কংগ্রেসের তরফে দাবি তোলা হয়, রায়বরেলিতে প্রার্থী করা হোক গান্ধী পরিবারের কাউকে। তালিকায় সবার আগে উঠে এসেছিল প্রিয়াঙ্কার নাম।
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানানোর সঙ্গেই রায়বরেলির উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছিলেন সোনিয়া। যেখানে রায়বরেলির মানুষকে এতদিন তাঁর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান কংগ্রেস নেত্রী। পাশাপাশি এক সূক্ষ্ম বার্তা দিয়ে তিনি লেখেন, “আমি জানি ভবিষ্যতেও আপনারা আমার ও আমার পরিবারের পাশেই থাকবেন, ঠিক যেমন থেকেছেন অতীতে।” সোনিয়ার এই সূক্ষ্ম ইঙ্গিতেই অনুমান করা হচ্ছিল, তাঁর ছেড়ে যাওয়া রায়বরেলি আসনে প্রার্থী হতে পারেন গান্ধী পরিবারের কোনও সদস্য। সেই দাবি জোরালো হল, প্রিয়াঙ্কাকে চেয়ে পড়ল পোস্টার কংগ্রেসের ঘাঁটিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.