সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দেশ-এক ভোট বিল খতিয়ে দেখার জন্য কেন্দ্র যে যৌথ সংসদীয় কমিটি গড়তে চলেছে, সেই কমিটিতে থাকতে পারেন কেরলের ওয়ানড় থেকে প্রথমবার সাংসদ হওয়া প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা ছাড়াও আরও ৩ কংগ্রেস সাংসদকে ওই কমিটিতে রাখতে পারে কেন্দ্র। দলের তরফে তাঁদের নাম প্রস্তাব করা হয়েছে।
বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও সরকার পক্ষে বেশি ভোট পড়ায় মঙ্গলবার সংসদে পেশ হয়েছে ‘এক দেশ, এক ভোট’ (One Nation One Election) বিল। যদিও এখনই বিল পাশ করানো পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে (জেপিসি)। এদিকে শুক্রবার শেষ হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগে দ্রুত কমিটি গঠন করতে রাজনৈতিক দলগুলিকে সদস্যের নাম প্রস্তাবের নির্দেশ দিয়েছেন স্পিকার ওম বিড়লা।
সূত্রের খবর, কংগ্রেসের তরফে যে সাংসদদের নাম চূড়ান্ত করা হয়েছে তাদের মধ্যে নাম রয়েছে প্রিয়াঙ্কার। কংগ্রেস সাধারণ সম্পাদকের পাশাপাশি লোকসভা সাংসদ মনীশ তিওয়ারি ও সুখদেও ভগত এবং রাজ্যসভার সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা ওই কমিটির সদস্য হতে চলেছেন বলে খবর। আসলে কংগ্রেস চাইছে এক দেশ-এক ভোট নিয়ে যে জেপিসি গঠন হতে চলেছে, তাতে দলের তরফে জোরাল আওয়াজ তোলা তুলতে পারবেন, এমন কাউকে কমিটিতে রাখতে। সেকারণেই দলের তরফে মণীশ তিওয়ারি, সুরজেওয়ালাদের নাম প্রস্তাব করা হয়েছে।
তৃণমূলের তরফেও ওই কমিটিতে বাগ্মী দুই সাংসদের নাম প্রস্তাব করা হয়েছে। বুধবার এরাজ্যে শাসকদলের তরফে জানানো হয়েছে, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে এই কমিটির সদস্য হিসেবে পাঠানো হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.