সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা বিনয় কাটিয়ারের বিতর্কিত মন্তব্যের পাল্টা মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ বললেন, কাটিয়ারের মন্তব্য থেকেই মহিলাদের প্রতি বিজেপির মনোভাব স্পষ্ট হয়৷ প্রিয়াঙ্কা বলেন, “উনি (কাটিয়ার) দেশের মহিলাদের প্রতি বিজেপির মনোভাব প্রকাশ্যে ফাঁস করে দিয়েছেন৷”
সম্প্রতি বিজেপি নেতা বিনয় কাটিয়ার বলেছিলেন, উত্তরপ্রদেশ নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী যে একজন তারকা প্রার্থী সে কথা তিনি মানেন না৷ “উত্তরপ্রদেশ ভোটে এমন অনেক প্রার্থী দাঁড়িয়েছেন, যাঁরা প্রিয়াঙ্কার চেয়ে ঢের ভাল দেখতে৷”
#WATCH: BJP MP Vinay Katiyar’s remark on Priyanka Gandhi, says “unse jyada bohut si sundar mahilayen hai jo star campaigner hain” #UPpolls pic.twitter.com/7eo2CYUvLf
— ANI UP (@ANINewsUP) January 25, 2017
সেই মন্তব্যেরই পাল্টা এদিন মুখ খোলেন প্রিয়াঙ্কা৷ তাঁর ঘনিষ্ঠ প্রীতি সহায় টুইট করে সে কথা জানিয়েছেন৷ প্রিয়াঙ্কা বলেছেন, “হা হা হা, ওঁরা ঠিকই বলেছে৷ ওঁরা মহিলাদের মধ্যে ওই একটাই সৌন্দর্য্য খুঁজে পান, তাঁদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা দেখতে পান না৷”
Response from Ms.Priyanka Gandhi Vadra as given to @Tavysingh in response to Mr.Katiyar’s statement pic.twitter.com/tYLtZpPglv
— Preeti Sahai (@sahai_preeti) January 25, 2017
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জোটের পিছনে সোনিয়া-তনয়া সদর্থক ভূমিকা নিয়েছেন৷ আসন বণ্টন নিয়ে শেষ মুহূর্তে দুই দলের রফা করতেও সাহায্য করেছেন প্রিয়াঙ্কা৷ আসন নির্বাচনে তাঁকে একজন তারকা প্রার্থী হিসাবেও গণ্য করা হচ্ছে৷
এই বিষয়ে কাটিয়ারকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, “কে তারকা প্রাথী? প্রিয়াঙ্কা? আমি মনে করি না উনি কোনও তারকা প্রার্থী বলে৷ ও ছাড়াও উত্তরপ্রদেশ নির্বাচনে অনেক সুন্দরী প্রতিদ্বন্দ্বী রয়েছেন৷ অনেক নায়িকা রয়েছেন৷ আরও অনেক সুন্দরী রয়েছেন৷”
বিজেপির নেতার এই বিতর্কিত মন্তব্যের ফায়দা তুলতে আসরে নেমে পড়ে কংগ্রেস৷ কংগ্রেস মুখপাত্র আর এস সুরজেওয়ালা বলেন, “দেশের মহিলাদের প্রতি বিজেপি নেতাদের মনোভাব স্পষ্ট হয়ে গেল৷ এর জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে৷”
3/n BJP has insulted India’s womanhood. Such conduct, behaviour & words prove BJP’s mentality. Time for PM Modi & Amit Shah to apologize.
— Randeep S Surjewala (@rssurjewala) January 25, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.