Advertisement
Advertisement
দায়িত্ব বাড়ছে প্রিয়াঙ্কার

কংগ্রেসের সাংবিধানিক স্তরে রদবদল, বড় দায়িত্ব পাচ্ছেন প্রিয়াঙ্কা!

হেভিওয়েট বিজেপি নেতার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামছেন কংগ্রেস সাধারণ সম্পাদক।

Priyanka Gandhi is likely to take over charges of UP Congress
Published by: Subhajit Mandal
  • Posted:September 3, 2019 6:12 pm
  • Updated:September 3, 2019 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য কংগ্রেস সভানেত্রী নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। রাহুলের ইস্তফার পর দীর্ঘ টানাপোড়েনের পর অস্থায়ী সভানেত্রী পেয়েছে কংগ্রেস। ছেলের হাত থেকে সংগঠনের রাশ নিজের হাতে নেওয়ার পরই বড়সড় রদবদল করতে চলেছেন সোনিয়া। প্রথমেই তাঁর নজর রয়েছে উত্তরপ্রদেশে। শোনা যাচ্ছে, সোনিয়ার হাত ধরে দায়িত্ব বাড়তে চলেছে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার। দলে বড় দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে।

[আরও পড়ুন: শোভন-বৈশাখীকে দলে ধরে রাখতে মরিয়া চেষ্টা মুকুলের, দিল্লির বাড়িতে বৈঠকে ত্রিমূর্তি]

লোকসভা নির্বাচনের আগে পূর্ব উত্তরপ্রদেশের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে। একই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। শোনা যাচ্ছে, ২০২২ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জ্যোতিরাদিত্যকে সরিয়ে সমগ্র উত্তরপ্রদেশের দায়িত্ব মেয়ের হাতে তুলে দিতে চলেছেন সোনিয়া। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সরানো হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দলের অন্দরে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেছেন সিন্ধিয়া। গুণার প্রাক্তন সাংসদের দাবি, তাঁকে মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি করতে হবে। না হলে, দল ছাড়ারও হুমকিও দিয়েছেন তিনি। এরপরই সিন্ধিয়াকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া। মনে করা হচ্ছে, সিন্ধিয়ার পরিবর্তে গোটা উত্তরপ্রদেশের দায়িত্ব যাবে প্রিয়াঙ্কার কাঁধে। তাঁকে সামনে রেখেই আসন্ন বিধানসভা নির্বাচনে যোগী সরকারের বিরুদ্ধে লড়বে কংগ্রেস।

Advertisement

[আরও পড়ুন: নাগরিকপঞ্জি পুনর্যাচাইয়ে সুপ্রিম কোর্টে অসম সরকার, নয়া সংকটে তালিকাভুক্তরা]

এদিকে, লোকসভায় জঘন্য ফলাফলের জেরে উত্তরপ্রদেশের সাংগঠনিক স্তরে আমূল পরিবর্তন আনছে কংগ্রেস। দলের দায়িত্ব পুরোপুরি প্রিয়াঙ্কার হাতে ন্যস্ত করার প্রক্রিয়া অবশ্য মাস তিনেক আগেই শুরু হয়েছে। ইতিমধ্যেই দলের ১১ হাজার কর্মী সমর্থকের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা। ইদানিং যোগী সরকারের বিরুদ্ধে ছোটবড় সব ইস্যুতেই সরব হচ্ছেন তিনি। এমনকী, প্রায় নিয়মিত উত্তরপ্রদেশে যাতায়াতও রয়েছে তাঁর। তবে, প্রিয়াঙ্কা দলের সভানেত্রী হচ্ছেন না পর্যবেক্ষক হচ্ছেন তা অবশ্য স্পষ্ট নয়। প্রিয়াঙ্কার পদোন্নতির এই খবর ঠাউর হতেই অবশ্য, বিরোধীরা তাদের পুরনো অস্ত্রে শান দেওয়া শুরু করেছে। ফের কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগে সরব হয়েছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement