সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী মরশুমে নেতা,মন্ত্রীদের প্রচারের দিকে নজর সকলেরই৷ প্রচারে বেরিয়ে কে, কীভাবে জনসংযোগ করছেন, কী বলছেন, সবই বেশ মনোযোগ সহকারে দেখছেন আমজনতা৷ প্রচারে চমক দেওয়া এখন একটা ট্রেন্ড৷ কিন্তু এসবের মধ্যেই কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা গান্ধী পরিবারের কন্যা প্রিয়াঙ্কার একটি কাজ একেবারে সবরকম ধারণা ভেঙে দিয়েছে৷ প্রচারে বেরিয়ে কোনও চমক নয়, মনোরঞ্জনের কোনও সুমধুর ভাষণ নয়৷ প্রিয়াঙ্কা যা করলেন, তা নিখাদই জনসেবা৷
শুক্রবার প্রয়াগরাজে প্রচার করতে গিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷ সেখানে আরেক কংগ্রেস নেতা রাজীব শুক্লা তাঁকে জানান, আড়াই বছরের একটি মেয়ে প্রয়াগরাজের কমল নেহরু হাসপাতালে ভরতি৷ টিউমার হয়েছে তার৷ কিন্তু পরিস্থিতি বেশ জটিল হয়ে গিয়েছে৷ জীবনের সঙ্গে লড়ছে ওইটুকু বাচ্চা৷ চিকিৎসকরা তাকে দিল্লির এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন৷ দ্রুতই তাকে এইমসে নিয়ে যেতে হবে৷ রাজীব শুক্লা অনুরোধ করেন, যদি প্রিয়াঙ্কা বাচ্চাটিকে দিল্লি পৌঁছাতে সাহায্য করেন, তাহলে খুবই সুবিধা হয়৷ নাহলে বাচ্চাটির জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে৷
একথা শোনার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ নিজেই একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে বাচ্চা এবং তার পরিবারকে পৌঁছে দেন দিল্লির এইমসে৷ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তার চিকিৎসা৷ সোনিয়া তনয়ার এই উদ্যোগে স্বভাবতই কৃতজ্ঞতা প্রকাশ করেছে ছোট্ট শিশুর পরিবার৷ এমন একজন নেত্রী যে এভাবে তাঁদের সাহায্যে এগিয়ে আসবেন, ভাবতেও পারেননি, আবেগভরা কণ্ঠে এমনই প্রতিক্রিয়া মা-বাবার৷
দলের সাধারণ সম্পাদের পাশাপাশি উত্তরপ্রদেশে ভোটপ্রচারের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রিয়াঙ্কা গান্ধী যেখানেই যাচ্ছেন, সেখানেই বিপুল জনঢল৷ প্রথমবার রাজনীতির ময়দানে পা রাখা প্রিয়াঙ্কা আমজনতার কাছের মানুষ হিসেবে নিজের ভাবমূর্তি তৈরি করতে বেশ সক্ষম হয়েছেন৷ ভারতের রাজনীতিতে এমন ক্ষমতাশালী এক পরিবারের মেয়ে সত্যিই যে আমজনতার এতটা কাছে পৌঁছে গিয়েছেন, এই ঘটনাই তার প্রমাণ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.