সোমনাথ রায়, নয়াদিল্লি: সংসদে ‘ব্যাগ’ নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেই অস্বস্তিতে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এবার চুরাশির শিখ দাঙ্গার স্মৃতি উসকে প্রিয়াঙ্কাকে ব্যাগ উপহার দিলেন বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গী। তাঁর বক্তব্য, আজকের প্রজন্মেরও জানা উচিত ৫০ বছর আগে কী করেছিল কংগ্রেস।
গত সোমবার এক অভিনব ব্যাগ নিয়ে সংসদে যান প্রিয়াঙ্কা গান্ধী। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা প্যালেস্টাইন। ঠিক নিচেই আঁকা ছিল তরমুজ। যা প্যালেস্তিনীয় সংহতির প্রতীক। কংগ্রেস নেত্রী সেই ব্যাগ নিয়ে সংসদে ঢুকতেই আলোড়ন পড়ে যায়। জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। পরদিন আবার নতুন ব্যাগ নিয়ে সংসদে হাজির হন প্রিয়াঙ্কা। এবার তাঁর ব্যাগে ছিল বাংলাদেশের হিন্দুদের প্রতি সংহতির বার্তা। বিশেষ ওই ব্যাগে হিন্দিতে লেখা ছিল, ‘বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টান এক হও।’
প্রিয়াঙ্কার ওই ব্যাগ রাজনীতি বেশ চাপে ফেলেছিল মোদি সরকারকে। কারণ, ভারত সরকার এই মুহূর্তে ইজরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। আবার বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়েও সেভাবে সরব হতে দেখা যাচ্ছে না মোদি সরকারকে। বস্তুত দুটি ব্যাগই প্রিয়াঙ্কা সংসদে নিয়ে যান বিজেপিকে খোঁচা দেওয়ার উদ্দেশে। এবার পালটা ব্যাগ উপহার দিয়েই প্রিয়াঙ্কাকে খোঁচা দিল গেরুয়া শিবির। বিজেপি নেত্রী অপরাজিতা সারেঙ্গী প্রিয়াঙ্কাকে ‘১৯৮৪’ লেখা ব্যাগ উপহার দিলেন। বিজেপি সাংসদের দাবি, প্রথমে ইতস্তত করলেও পরে ওই উপহার গ্রহণ করেছেন প্রিয়াঙ্কা।
অপরাজিতা সারেঙ্গীর বক্তব্য, “আমি দুদিন দেখেছি, মাননীয়া সাংসদ ব্যাগ খুব পছন্দ করেন। তাই এই ব্যাগ উপহার দেওয়া।” অপরাজিতার সাফ কথা, ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর দেশজুড়ে কংগ্রেস কী করেছিল, সেটা এই প্রজন্মের জানা উচিত। প্রিয়াঙ্কাকে ব্যাগ উপহার দেওয়ার নেপথ্যে উদ্দেশ্যও যে সেই শিখ দাঙ্গা মনে করানো সেটাও স্পষ্ট করে দিয়েছেন বিজেপি সাংসদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.