Advertisement
Advertisement

Breaking News

ফের নজর কাড়লেন প্রিয়া, কেরলের বন্যাত্রাণে দান করলেন ১ লক্ষ টাকা

ফ্যানেদের জন্যও বার্তা দিলেন প্রিয়া।

Priya Prakash Varrier donates Rs 1 Lakh to the Kerala flood victims
Published by: Bishakha Pal
  • Posted:August 26, 2018 9:06 pm
  • Updated:August 26, 2018 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আর বিতর্ক নয়। শুধু ঝুড়ি ঝুড়ি প্রশংসাই কুড়োচ্ছেন প্রিয়া প্রকাশ ভারিয়ের। কেরলের বন্যাত্রাণে মুখ্যমন্ত্রীর ফান্ডে একজন নবাগতা তারকা হয়ে যা দিয়েছেন তিনি, তা সত্যিই প্রশংসনীয়। এ বছরের ওনাম উৎসব এভাবেই উদযাপন করলেন তিনি।

‘দিলবর’ গানের রিমিক্স ভার্সান নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন ]

Advertisement

সোশ্যাল সাইটে চোখ মারার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর প্রশংসার পাশাপাশি অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল প্রিয়া প্রকাশকে। বলা হয়েছিল, মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে প্রিয়া প্রকাশের গান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছবির পরিচালক ওমর লুলুকে নোটিস পাঠিয়েছিল হায়দরাবাদের ফলকনুমা পুলিশ। পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৯৫ ধারার আওতায় আরও একটি মামালা রুজু হয়। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মামলা আদালতে ওঠার পর প্রধান বিচারপতি বলেন, একটি সিনেমার দৃশ্যে তিনি অভিনয় করেছেন মাত্র। তাই তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

অন্তঃসত্ত্বা হয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন নেহা, কী জানালেন অঙ্গদ? ]

কিন্তু এবার প্রিয়া প্রকাশ যা করলেন তাতে সমালোচকদের মুখে কুলুপ। ওমান তিনি উদযাপন করলেন অন্যভাবে। কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লাখ টাকা দান করলেন। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ডোনেশনের প্রমাণ পোস্ট করেন তিনি। তবে সেই সঙ্গে লিখে দেন, এটি একেবারেই পাবলিসিটি নয়। ওনামে এর চেয়ে ভাল তিনি নিজের রাজ্যের জন্য আর কিছুই করতে পারতেন না।

এখানেই থেমে থাকেননি প্রিয়া। একটি ভিডিওর মাধ্যমে তিনি ফ্যানেদের কাছে অনুরোধ করেছেন, কারও কিছু দান করার থাকলে তারা যেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। কেরলের বন্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

 

Hey Instagram family!I know that most of you are from outside Kerala and there has been confusions regarding what you can do for our state.A lot of people have lost their lives already due to the floods and rain.Many of them are put up in rescue camps.They have lost their homes and belongings.This situation may continue till the 22nd of this month.We are all doing whatever possible to help them as a whole.Im proud to say that Kerala is standing as one and facing this misery.Now, it’s time for you guys to come forward and contribute whatever you can to help our state.Lets not forget that Kerala is also part of India.So please do donate whatever you can to the Kerala chief minister’s fund and help rebuild lives.Every rupee counts🙏🏻

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

ডেট করছেন, সর্বসমক্ষে নির্দ্বিধায় স্বীকার করলেন আলিয়া! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement