Advertisement
Advertisement
Helicopter Crash

ভারী বৃষ্টিতে মর্মান্তিক দুর্ঘটনা, ৪ যাত্রী-সহ পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার

দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

Private helicopter crashes in Pune, all 4 passengers injured
Published by: Amit Kumar Das
  • Posted:August 24, 2024 4:56 pm
  • Updated:August 24, 2024 4:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির মাঝে ভয়াবহ দুর্ঘটনা পুনেতে। মুম্বই থেকে হায়দরাবাদগামী এক বেসরকারি হেলিকপ্টার ভেঙে পড়ল পুনের পৌড় এলাকায়। ওই যানে সওয়ার ছিলেন চালক-সহ মোট ৪ জন। যদিও কপাল জোরে প্রাণে বেঁচে গিয়েছেন সকলেই। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে AW 139 নামক হেলিকপ্টারটি মুম্বইয়ের জুহু এলাকা থেকে রওনা দিয়েছিল হায়দরাবাদের উদ্দেশে। পথে পৌড় গ্রামীণ এলাকায় এক ধানের জমির কাছে ভেঙে পড়ে কপ্টারটি। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল। স্থানীয়রাও জড়ো হয়ে যান।

Advertisement

[আরও পড়ুন: আকাশ থেকেই ডুবোজাহাজের হদিশ! ভারতকে ‘সোনোবয়’ বিক্রির সবুজ সংকেত আমেরিকার]

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হেলিকপ্টারের চালক ও এক যাত্রী এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বাকি দুজন আহত হলেও তাঁদের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। অনুমান করা হচ্ছে, প্রবল বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা। তবে যান্ত্রিক ত্রুটির জেরেও দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

[আরও পড়ুন: মার্কিন সেনার গুরুত্বপূর্ণ কমান্ডে এবার ভারতীয় অফিসাররা, রাজনাথের সফরে স্বাক্ষরিত চুক্তি]

এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, হেলিকপ্টারটি অনেক নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিজের দিকে নামতে থাকে। এর পর গোত্তা খেয়ে ধানের জমিতে আছড়ে পড়ে সেটি। কপ্টারটি ভেঙে কার্যত টুকরো টুকরো হয়ে যায়। গ্রামবাসীরা বিকট আওয়াজ শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। তারাই কপ্টারের সওয়ারিদের উদ্ধার করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement