Advertisement
Advertisement

Breaking News

মেয়ের বিয়ে? পাত্র কেমন খোঁজ দেবেন এই গোয়েন্দারা

সুপাত্রে মেয়ের বিয়ে দিতে অনেকেই দ্বারস্থ হচ্ছেন গোয়েন্দাদের৷

Private detectives will help you to search perfect groom
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 7:44 pm
  • Updated:October 24, 2016 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগে দুপক্ষের লুকিয়ে চুরিয়ে খোঁজ খবর নেওয়ার প্রথা দীর্ঘদিনের৷ বিশেষত সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীর সম্পর্কে জানার জন্য দুই পরিবারই বেশ কাঠ কয়লা পোড়াতেন৷ কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে প্রাইভেট ডিটেকটিভ সংস্থাগুলিও এখন দায়িত্ব নিয়ে এই তদন্ত করছে৷ আর উত্তর ভারতে নাকি রমরমিয়ে চলছে এই ব্যবসা৷

বেশির ভাগ ক্ষেত্রেই সম্বন্ধ করে বিয়ের জন্য এখন ম্যাট্রিমনিয়াল সাইটেই ভরসা রাখছেন বিবাহযোগ্য যুবক-যুবতীরা৷ কিন্তু সমস্যা হচ্ছে এই সাইটগুলির মাধ্যমে গোপন তথ্য পাওয়া অসম্ভব ফলে পুরনো পদ্ধতিতেই অগোচরে অনুসন্ধান চালাতে হবে৷ তবে, একুশ শতকে দাঁড়িয়ে পুরনো আমলের মত পাড়া প্রতিবেশী কিংবা অফিস থেকে খোঁজ নেওয়ার সময় কম পড়ছে তাই এই তদন্তের ভার অনেকেই তুলে দিচ্ছেন প্রাইভেট ডিটেকটিভ সংস্থাগুলির হাতে৷ আর সেই সুযোগেই ৩৫,০০০ -৪০,০০০ টাকা দাবি করছেনএই সংস্থাগুলি৷ বিয়ে বলে কথা তাই সারাজীবনের এই সিদ্ধান্ত নেওয়ার আগে টাকার জন্য পিছিয়ে যাচ্ছেন না কেউ৷

Advertisement

জয়পুরের এমনই এক সংস্থার মালিক জানিয়েছেন, সম্প্রতি একটি কেস তদন্ত করে তাঁরা জানতে পারেন সম্পূর্ণ মিথ্যা তথ্য জানিয়েছেন পাত্র৷ শুধু তাই নয়, তদন্ত করতে গিয়ে জানা যায় সেই পাত্র এর আগে বহু মহিলার সঙ্গে সম্পর্কেও জড়িয়েছে৷ তাঁদের তদন্তের উপর ভিত্তি করেই ওই ছেলের সঙ্গে বিয়ে বাতিল করেন পাত্রী৷

অমিত নামের আরেক গোয়েন্দা সংস্থার মালিকও এমনই আরেকটি ঘটনার বর্ণনা দিলেন৷ সেখানেও ম্যাট্রিমনিয়াল সাইটে পাত্রীর সঙ্গে আলাপ হয় এক যুবকের৷ একে অপরকে মনে ধরায় অভিভাবকদেরও রাজি করিয়ে ফেলেন বিয়েতে৷ কিন্তু পাত্রীর বাবার সন্দেহ থাকায় তিনি অমিতের সংস্থার দ্বারস্থ হন৷ তদন্ত করতে গিয়ে জানা যায়, ওই হবু পাত্র আগেই বিবাহিত৷ এই তথ্য তিনি সম্পূর্ণ লুকিয়ে রেখেছেন পাত্রীর থেকে৷ ঘটনা সামনে আসায় বিয়ে ভেঙে দেওয়া হয় পাত্রীর পরিবারের পক্ষ থেকে৷

দুই সংস্থার মালিকই বলছেন শুধু অভিভাবক নন বিয়েতে রাজি হওয়ার আগে পাত্র-পাত্রী নিজেরাই এখন দায়িত্ব নিয়ে ছুটে আসছেন ডিটেকটিভ সংস্থাগুলির কাছে৷ এবং তাঁরা দায়িত্ব নিয়ে জানাচ্ছেন, এই ট্রেন্ডে নাকি অনেকটাই এগিয়ে মহিলারা৷

কিন্তু কেন এই ট্রেন্ড অনুসরণ করছেন মহিলারা?

এই ব্যক্তিগত গোয়েন্দারা মনে করছেন এখন পাত্রীরা সকলেই উচ্চ শিক্ষিত৷ বেশিরভাগ ক্ষেত্রেই আজকাল নামজাদা কোম্পানিতে কর্মরত তাঁরা৷ ফলে তাঁদের আয়ের উপর নজর থাকে বহু যুবকের, এমনটাই অনুমান তাঁদের৷ কখনও সেই আয়তেই থাবা বসানোয় ইচ্ছুক অনেকে প্রেমের প্রতারণা করে বিয়ের ফাঁদে ফেলার চেষ্টা করে থাকে৷ কিন্তু এই ফাঁদে পা দিতে নারাজ তাঁরা৷ তাই নিজেরাই উদ্যোগ নিয়ে গোয়েন্দা লাগিয়ে খোঁজ খবর নিচ্ছেন৷

একবার ভাবুন ব্যোমকেশ বা ফেলুদাও যদি এমন দায়িত্ব নিতেন!

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement