Advertisement
Advertisement

Breaking News

Heeraben Modi

গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা, ভরতি করা হল হাসপাতালে

এ বছরই ১০০ ছুঁয়েছেন মোদির মা।

Prime Minister Narendra Modi's mother Heeraben Modi has been hospitalised | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 28, 2022 1:54 pm
  • Updated:December 28, 2022 2:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা হীরাবেন মোদি। সূত্রের খবর, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। মঙ্গলবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার তাঁকে আহমেদাবাদের ইউ এন মেহেতা হাসপাতালে (UN Mehta Hospital) ভরতি করা হয়েছে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনও কারণ নেই।

প্রধানমন্ত্রীর মা এবছরই ১০০ বছর বয়স পূর্ণ করেছেন। স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। যদিও হীরাবেন মোদির (Heeraben Modi) ঠিক কী সমস্যা হয়েছে, সেটা এখনও জানা যায়নি। তবে, পরিবার সূত্রে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। এর আগেও একাধিকবার তাঁকে একইভাবে হাসপাতালে ভরতি করতে হয়েছে। এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে সব কর্মসূচি বাতিল করে আহমেদাবাদ ছুটছেন প্রধানমন্ত্রী মোদি। এমনটাই তাঁর দপ্তর সূত্রের খবর।

Advertisement

[আরও পড়ুন: কোমর সমান বরফে হাসিমুখে এগিয়ে যাচ্ছেন ভারতীয় জওয়ান, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

আসলে প্রধানমন্ত্রীর পরিবারের জন্য সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়ে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi) এবং তাঁর গোটা পরিবার হাসপাতালে ভরতি হয়েছে। মঙ্গলবার দুপুরে সপরিবারে বান্দিপুরাতে (Bandipura) যাওয়ার পথে প্রহ্লাদের মার্সিডিজ বেঞ্জ (Mercedes Benz) দুর্ঘটনায় পড়ে। আহত হন মোদির ভাই। ঘটনার সময় গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে, ছেলের বউ ও নাতি। সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই প্রধানমন্ত্রীর মা’কে হাসপাতালে ভরতি করতে হল।

[আরও পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাত? ক্রিসমাসের পরেই চার্চে হামলা, যিশুর মূর্তি ভাঙল দুষ্কৃতীরা]

উল্লেখ্য, শেষবার প্রধানমন্ত্রী মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গুজরাটের ভোটের সময়। ভোট দিতে গিয়ে মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আসেন প্রধানমন্ত্রী। এমনিতে কোনও কর্মসূচিতে গুজরাটে গেলে নিজের ব্যস্ত সূচির মধ্যে সময় বের করে মায়ের সঙ্গে দেখা করেন মোদি। এবারেও তিনি আহমেদাবাদ ছুটে যাচ্ছেন বলে খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement