Advertisement
Advertisement

দেশে আনলক ২’র প্রস্ততি, মঙ্গলবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

আনলক ২'র নির্দেশিকা জারি করল কেন্দ্র।

Prime Minister Narendra Modi will address the nation at Saturday afternoon
Published by: Sucheta Chakrabarty
  • Posted:June 29, 2020 8:21 am
  • Updated:June 30, 2020 9:51 am

দেশে আনলক ওয়ান পর্বের মধ্যেই বাড়ছে  করোনা আক্রান্তের সংখ্যা। ফলে উদ্বেগ বাড়ছে সকলেরই। এখনও পর্যন্ত দেশে ৫লক্ষ ৪৮হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৭৫জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯০৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫৩ জনের। এই পরিস্থিতিতে আগামী ১২ আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা বাতিল করেছে রেল মন্ত্রক। যদিও বিশেষ ট্রেন যেমন চলছিল, তেমনই চলবে। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.৩৫: করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেল ৪টেয় জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Advertisement

রাত ৯.৫৫: ৩১ জুলাই পর্যন্ত চলবে ‘আনলক ২’। নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র।

রাত ৯.৪০: ৬ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে দিল্লির কনটোনমেন্ট জোনগুলিতে বাড়ি বাড়ি গিয়ে করোনা সার্ভে। জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।

রাত ৮.৫০: ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়াল তামিলনাড়ু। সম্পূর্ণ লকডাউন চলবে ৫ জুলাই পর্যন্ত।

রাত ৮.১০: করোনা আক্রান্তের সন্ধান মেলায় বিধাননগরের দু’টি বাজার তিনদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত। সিকে এবং ইসি এই দুটি মার্কেট সোমবার বন্ধ ছিল। মঙ্গল ও বুধবারও বন্ধ রাখা হবে এই বাজার দু’টি। বিধাননগর পুরনিগম প্রতিদিন এই দুটি বাজার জীবাণুমুক্ত করার কাজ করবে।

সন্ধ্যা ৭.৪৬: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ল ৬২৪ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

সন্ধ্যা ৭.৪০: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত কলামিস্ট, মুক্তিযোদ্ধা ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক এবং ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক রেহানা আক্তার। তাঁদের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যা ৭.২০: চেন্নাইয়ে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ১৬৭ জন। একদিনের নিরিখে এটি সর্বোচ্চ।

সন্ধ্যা ৬.৪৫: করোনায় আক্রান্ত তেলেঙ্গানার মন্ত্রী। 

সন্ধ্যা ৬.৩০: প্রথম থকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলপাঠ্যে অন্তর্ভূক্ত হচ্ছে ‘করোনা সতর্কতা’।

বিকেল ৫.২০: পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণাস্বামী কুনিচম্পেটের কন্টেনমেন্ট জোন পরিদর্শন করে রেশন বিলি করলেন।

বিকেল ৪.৪০: কোভিড যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে ১ জুলাই স্টেট হলিডে ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিকেল ৪.১০: দিল্লির প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় ডোবাল করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।

দুপুর ৩.৫০: মহারাষ্ট্রে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হল।

দুপুর ৩.২৫: ২৪ ঘণ্টায় ৭৭ জন পুলিশ কর্মীর শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।

দুপুর ২.৪০: সামাজিক দূরত্বের বিধিকে শিকেয় তুলে পেট্রেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করলেন বেঙ্গালুরুর কংগ্রেস সমর্থকরা।

দুপুর ২.২০: করোনা আবহে স্কুল খোলার বিষয়ে অভিভাবকদের থেকে মতামত জানলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার। 

দুপুর ১.৪০: বিশ্বের সবথেকে বড় প্লাজমা থেরাপি ‘প্রোজেক্ট প্ল্যাটিনা’-র উদ্বোধন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

দুপুর ১.১০: করোনা থেকে সেরে ওঠা রোগীদের প্লাজমা দান করার আহ্বান জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের প্রথম প্লাজমা ব্যাংক দিল্লিতে শুরু করার কথাও ঘোষণা করেন তিনি। 

বেলা ১২.৪০: ডায়য়মন্ড হারবার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ২ জন ও ১৪ নম্বর ওয়ার্ডের ১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের নমুনা।

বেলা ১২.১৫: করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব।

বেলা ১২.০০:  করোনা আবহে ১ জুলাই থেকে শুধুমাত্র উত্তরাখণ্ডের বাসিন্দাদের জন্য শুরু হচ্ছে চারধাম যাত্রা।

সকাল ১১.৫০: করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিস।

সকাল ১১.৪০: দিল্লির এক মানসিক ভারসাম্যহীনদের হোমে শিশু-সহ ২৩ জন করোনায় আক্রান্ত।

সকাল ১১.০০: বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৫ লাখের গণ্ডি।

সকাল ১০.৩০: কর্নাটকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সার্টিফিকেট দিতে স্কুলে ডাকা হয়। স্কুলে প্রবেশের আগে সকলের থার্মাল স্ক্রিনিং করা হয়।

সকাল ৯.৫০: একদিনে আরও ২১ জন বিএসএফ জওয়ানের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি।

সকাল ৯.৩০: ২৪ ঘণ্টায় দেশে করোনা ১৯, ৪৫৯ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৪৮ হাজার, ৩১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। ফলে দেশে মৃৃতের সংখ্যা বেড়ে হল ১৬ হাজার ৪৭৫ জন।

 

সকাল ৮.৩০: আজ থেকে আসমের গুয়াহাটিতে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু।

সকাল ৮.১৫: আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা পেরল ২৫ লক্ষ।

সকাল ৮.০০: ৮০ বার ধুয়ে ও ব্যবহার করা যাবে এমন পিপিই প্রস্তুত করছেকোয়েম্বাটুরের এক বস্ত্রনির্মাণকারী সংস্থা।

সকাল ৭.৪০: দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও রিপোর্ট নেগেটিভ এল মেঘালয়ের  মুখ্যমন্ত্রী কনরাড সাংগমার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement