নন্দিতা রায়, নয়াদিল্লি: নেহরু মিউজিয়ামকে নতুন আঙ্গিকে সাজিয়ে তৈরি হওয়া প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের (PM Sangrahalaya) উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজেই। বৃহস্পতিবার আম্বেদকরের জন্মজয়ন্তীতে এই সংগ্রহশালাটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন মোদি। সংগ্রহশালার প্রথম টিকিটটিও কেনেন মোদি নিজেই।
রাজধানী দিল্লিতে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) বাসভবন তিন মূর্তি ভবনে এই মিউজিয়ামটি তৈরি হয়েছে। এতদিন পর্যন্ত এই মিউজিয়ামটিতে শুধু নেহেরু সম্পর্কিত স্মৃতি ছিল। এবার সেখানে নেহরু থেকে শুরু করে মনমোহন সিং (Manmohon Singh) ও মোদি পর্যন্ত সকল প্রধানমন্ত্রীর জীবন, কাজ এবং অবদানকে তুলে ধরা হয়েছে। স্বাধীনতার পর থেকে দেশের ১৪ জন প্রধানমন্ত্রীর জীবন ও কার্যকালের উপর নির্মিত মিউজিয়ামে নেহরু এবং মোদি রয়েছেন মুখোমুখিই।
প্রধানমন্ত্রীদের পাশাপাশি মহাত্মা গান্ধী (Mahatma Gandhi), সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল, বাবাসাহেব আম্বেদকর এবং অন্যান্য ব্যক্তিত্বদের অবদানের বিষয়েও ছবি-সহ তুলে ধরা হয়েছে। তিন মূর্তি ভবনের ৪৫ একর কম্পাউন্ডের মধ্য ১০ হাজার বর্গমিটারের তিনতলা গ্র্যান্ড প্রাইম মিনিস্টার মিউজিয়ামটিতে অত্যাধুনিক প্রযুক্তিতে খোদাই করা হয়েছে নেতাদের জীবন, ভাষণ ও কাজ। সমস্ত প্রধানমন্ত্রীর সম্পূর্ণ গল্পও তুলে ধরা হয়েছে সেখানে। প্রায় ২৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাদুঘরে প্রধানমন্ত্রীদের গল্প লিখেছেন বিখ্যাত সাংবাদিক ও প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর (M J Akbar)।
এই মিউজিয়াম তৈরির সি্দ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেস (Congress)। বিজেপি নেহরুর অবদানকে অস্বীকার করার লক্ষ্যেই নেহরুর স্মৃতি সম্বলিত মিউজিয়ামটিকে পরিবর্তন করে নতুনটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলেই অভিযোগ করা হয়েছিল। অবশ্য বুধবার, প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি এবং নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলেছেন যে ‘প্রধানমন্ত্রীর সংগ্রহশালায়’ পণ্ডিত নেহরুকে একজন প্রতিষ্ঠান নির্মাতা হিসেবেই তুলে ধরা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.