Advertisement
Advertisement

কাশ্মীর নিয়ে ‘ব্যাখ্যা’, আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মোদি

ফের কি চমক দিতে চলেছেন নমো?

Prime Minister Narendra Modi likely to address nation on Thursday
Published by: Monishankar Choudhury
  • Posted:August 8, 2019 11:14 am
  • Updated:August 8, 2019 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গত সোমবার, বিতর্কিত ধারাটি লোপ করে জম্মু-কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়ার কথা সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এই অত্যন্ত জটিল প্রক্রিয়াটি সম্মুখে থেকে প্রায় একা হাতেই সামলেছেন শাহ৷ এদিকে, ক্যামেরা ও সংসদে মুখ খোলা থেকে বিরত থাকেন প্রধানমন্ত্রী৷ তবে রাজনৈতিক পরিস্থিতি ও জনতার আবেগের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার, কাশ্মীর নিয়ে জনসমক্ষে ‘ব্যাখ্যা’ দিতে পারেন নমো৷

[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলে ‘মওকা’ অবিবাহিতদের! ‘গুগল সার্চ’-এ উপরের সারিতে কাশ্মীরি মেয়েরা]

Advertisement

কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের পর গতকাল, অর্থাৎ বুধবারই বক্তব্য রাখার কথা ছিল প্রধানমন্ত্রীর৷ তবে শেষমেশ তা বাতিল হয়ে যায়৷ মনে করা হচ্ছে, সরেজমিনে কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখে অজিত দোভালের রিপোর্টের অপেক্ষায় ছিলেন নমো৷ গতকালই কাশ্মীরে স্থানীয় মানুষদের সঙ্গে একসঙ্গে খবর ভাগ করে নেন দোভাল৷ খোঁজ নেন তাঁদের ক্ষোভ-বিক্ষোভের৷ খতিয়ে দেখেন গোটা নিরাপত্তা পরিকাঠামো৷ সূত্রের খবর, গতকাল রাতেই সমস্ত খুঁটিনাটি তথ্য সম্বলিত রিপোর্ট চলে আসে প্রধানমন্ত্রীর হাতে৷ ফলে আজ দেশবাসীর উদ্দেশে বিশেষ করে কাশ্মীরীদের বার্তা দিয়ে বক্তব্য রাখতে পারেন মোদি৷ নিজের বক্তব্যে, সরকার কেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, এবং এর সুফল কতটা পাবে উপত্যকা তা বিস্তারিত তুলে ধরবেন বলেও মনে করা হচ্ছে৷ গত ২৭ মার্চ লোকসভা নির্বাচন চলাকালীন জাতির উদ্দেশে শেষ বক্তব্য পেশ করেছিলেন প্রধানমন্ত্রী৷ সেবারে ‘স্যাটেলাইট কিলার’ মিসাইলের সফল উৎক্ষেপণের কথা ঘোষণা করে তুমুল আলোড়ন ফেলে দিয়েছিলেন মোদি৷ তাই এবারের ভাষণেও যে অন্য কোনও চমক থাকতে পারে, সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

উল্লেখ্য, ৩৭০ ও ৩৫এ ধারা রদ হওয়ার পর  কাশ্মীরবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ উপত্যকার বাসিন্দাদের স্যালুট জানিয়ে নয়া দিশা উন্মুক্ত করার কথা বলেছিলেন নমো৷ তারপর থেকে অবশ্য বিশেষ কিছু বলেননি তিনি৷ বিরোধীদের প্রবল সমালোচনা ও দাবি সত্বেও প্রধানমন্ত্রী মৌন থেকেছেন৷  বিশ্লেষকদের একাংশের মতে, মোদি-শাহ জুটির ‘মোডাস অপারেন্ডি’ বা কাজ করার পদ্ধতি এমনই৷ কোনও পদক্ষেপ নেওয়ার আগে তার খুঁটিনাটি তথ্য জেনে ও পরবর্তী পরিস্থিত পাশাপাশি বিরোধীদের চাল বিশ্লেষণ করেই মাঠে নামেন তাঁর৷ পাশাপাশি, যোগ্য সঙ্গত দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে আমলাদের একটি বিশ্বস্ত দল৷ চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে শেষমুহূর্তে বিরোধীদের রক্ষণভাগ ভেঙে দেন তাঁরা৷       

[আরও পড়ুন: ‘পরজন্ম সত্যি হলে উনি যেন এদেশে জন্মান’, সুষমাকে শ্রদ্ধা পাক নেটিজেনদের]

                                     

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement