Advertisement
Advertisement
PM Modi

‘আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন’, দীনদয়াল উপাধ্যায়ের পুণ্যতিথিতে শ্রদ্ধাঞ্জলি মোদির

সামরিক ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি।

Prime Minister Narendra Modi and BJP President JP Nadda pay floral tribute to former Bharatiya Jana Sangh leader Deendayal Upadhyaya | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 11, 2021 1:01 pm
  • Updated:February 11, 2021 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৬৫ সালেই আত্মনির্ভরতার কথা শুনিয়েছিলেন দীনদয়াল উপাধ্যায়। যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে দেশকে স্বনির্ভর করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তাঁর সেই স্বপ্নই এখন পূরণ হচ্ছেয  মৃত্যুদিবসে দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৃহস্পতিবার বিজেপির সাংসদদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেই সময় দেশের আত্মনির্ভরতার ‘রূপকার’ হিসেবে দীনদয়াল উপাধ্যায়ের নাম উল্লেখ করেন তিনি।

এদিন মোদি বলেন, “১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ই আত্মনির্ভরতার পরামর্শ দিয়েছিলেন দীনদয়াল উপাধ্যায়। বলেছিলেন, সামরিক অস্ত্রের জন্য অন্য কোনও দেশের উপর নির্ভর করা উচিৎ নয়। সেই সময় তিনি দেশের নেতৃত্বকে জানিয়েছিলেন, শুধুমাত্র কৃষিক্ষেত্র নয়, সামরিক ক্ষেত্রেও ভারতকে আত্মনির্ভর হতে হবে।” তাঁর দেখানো সেই পথে আজ দেশ স্বনির্ভর হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

[আরও পড়ুন : প্যাংগং হ্রদ থেকে সেনা সরাচ্ছে ভারত-চিন, সংসদে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং]

এদিন জনসংঘের এই নেতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ বহু নেতানেত্রী। তার পরই সাংসদদের উদ্দেশে বক্তব্য রাখেন মোদি। বলেন, “আজকের দিনে ভারত প্রতিরক্ষাক্ষেত্র স্বনির্ভর হচ্ছে। তেজসের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি হচ্ছে ভারতে।” এর স্বপ্নের প্রকৃত প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়, মত প্রধানমন্ত্রীর। 

[আরও পড়ুন : নারী সুরক্ষায় নয়, ‘নির্ভয়া ফান্ডে’র অধিকাংশ টাকা খরচ হয়েছে অন্য খাতেই! দাবি রিপোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement