সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ, রবিবার বছরের শেষ ‘মন কি বাত’ (Mann ki Bat) উপস্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের মন কি বাতে আত্মনির্ভরতার উপর জোর দিলেন তিনি। প্রশংসা করলেন দেশের যুব সম্প্রদায়ের। তাঁদের নতুন নতুন উদ্যোগেরও কথা তুলে ধরেছেন তিনি।
বছর শেষের ‘মন কি বাতে’ কী বলবেন, তা নিয়ে দেশবাসীর পরামর্শ চেয়েছিলেন। প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) পরামর্শ দিয়ে অনেকে চিঠি লিখেছিলেন। এদিন বেশকিছু চিঠি পড়লেন প্রধানমন্ত্রী। তাতে দেশের বিভিন্ন রাজ্যের মানুষের অভিনব উদ্যোগের কথা তুলে ধরলেন তিনি। তবে সেখানে অবশ্য বাংলার উল্লেখ ছিল না।
এদিনের ‘মন কি বাত’ জুড়ে ফের একবার আত্মনির্ভরতার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এদিন মোদি বলেন, “মহামারীর জেরে গোটা বিশ্বে সরবরাহ ধাক্কা খেয়েছিল। কিন্তু এই বিপদই মানুষকে নতুন-নতুন উপায় শিখিয়েছে। এটাই আত্মনির্ভরতা।” মহামারী পরিস্থিতিতে দেশবাসী স্বনির্ভর হয়েছে বলেও মনে করেন তিনি।
Prime Minister Narendra Modi addresses the nation through his monthly radio programme #MannKiBaat
This is the 72nd edition of Prime Minister’s monthly radio programme & the last Mann Ki Baat of the year 2020. pic.twitter.com/KFZiuRXwXm
— ANI (@ANI) December 27, 2020
তবে এই আত্মনির্ভরতার মাঝেও দেশীয় ব্যবসায়ীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, দেশকে আত্মনির্ভর করতে দেশবাসী ভারতীয় সামগ্রী ব্যবহার করছে। তাই সামগ্রীর মানোন্নয় ও ত্রুটিবিহীন পণ্য উৎপাদনে জোর দিতে হবে। এ প্রসঙ্গে তিনি কাশ্মীরের কেশরের কথা তুলে ধরেন। গত মাসেই কাশ্মীরের কেশর জিআই পেয়েছে। বিদেশে ভাল চাহিদাও রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। কেশর ব্যবসায়ীরা কীভাবে অনলাইনে ব্যবসা করছেন, তাও তুলে ধরেন তিনি।
I call upon our manufacturers and industry leaders that when people have taken determined step forward & when the mantra of ‘Vocal for Local’ is resonating in every house, it is time to ensure that our products are world-class: PM Narendra Modi during ‘Mann Ki Baat’ (file photo) pic.twitter.com/eCnmDW290e
— ANI (@ANI) December 27, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.