Advertisement
Advertisement

দেবীকে সালোয়ার কামিজ পরিয়ে বরখাস্ত মন্দিরের ২ পুরোহিত

দেবীর শাড়িতে 'হ্যাঁ', সালোয়ারে মানা?

Priests suspended for decorating idol in 'salwar kameez' in Tamil Nadu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 7, 2018 1:01 pm
  • Updated:February 7, 2018 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ভারতে মহিলাদের সালোয়ার কামিজ পরার রেওয়াজ আছে। তাই বলে কি দেবীকেও সালোয়ার কামিজ পরানো যায়? সেই কাণ্ডটিই ঘটিয়ে ফেলেছেন তামিলনাড়ুর ২ জন পুরোহিত। সালোয়ার কামিজ পরিহিত দেবীর ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যারপরনাই ক্ষুদ্ধ ভক্তরা। অভিযুক্ত ২ পুরোহিত সাসপেন্ড করেছে মন্দির কর্তৃপক্ষ।

[ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম প্রধানমন্ত্রীর স্ত্রী, মৃত ১]

Advertisement

তামিলনাড়ুর নাগাপাট্টিনাম জেলার ময়ুরানাথন  মন্দিরটি শতাব্দী প্রাচীন। এই মন্দিরে পূজিতা হন দেবী অবয়মবিগাই। ভক্তদের বিশ্বাস, দেবী অত্যন্ত জাগ্রত। চিরাচরিত রীতি মেনে প্রতি শুক্রবার মন্দিরের দেবীকে নতুন কাপড় পরানো হয়। এই প্রথাটি সান্ধানা কাপ্পু নামে পরিচিত। দেবীকে রঙিন শাড়ি পরানোই দস্তুর। কিন্তু, নিয়ম ভেঙেই ভক্তদের রোষের মুখে মন্দিরের ২ পুরোহিত। ভক্তদের ক্ষোভ সামাল দিতে ২ জনকে সাসপেন্ড করেছে মন্দির কর্তৃপক্ষ।

[ভারতীয় মুসলিমদের পাকিস্তানি বললে জেল হোক, দাবি আসাদউদ্দিনের]

ঘটনা ঠিক কী?  রীতি মেনে দেবী অবয়মবিগাইয়ে নতুন পোশাক পরিয়েছিলেন মন্দিরের ২ পুরোহিত। সেই পোশাক রঙিনই বটে। কিন্তু, শাড়ি নয়, দেবীকে পরানো হয়েছিল সালোয়ার কামিজ! গোলাপি সালোয়াডর কামিজ ও নীল ওড়না পরিহিত দেবীমূর্তির ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার। ছবি দেখে অত্যন্ত ক্ষুদ্ধ হন ভক্তরা। কয়েকজন ভক্তদের সঙ্গে বৈঠকে বসেন মন্দিরের আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, নিয়ম অনুসারে দেবী মূর্তিকে শুধুমাত্র শাড়িতেই সাজানো উচিত। কিন্তু, সেই নিয়ম ভেঙেছেন অভিযুক্ত ২ পুরোহিত। দেবীমূর্তিকে রঙিন সালোয়ার কামিজ পরিয়েছেন তাঁরা। তাই ওই ২ পুরোহিতকে সাসপেন্ড করা হবে। মন্দিরের এক আধিকারিক জানিয়েছেন, ভক্তদের সমালোচনার প্রেক্ষিতেই পুরোহিতদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

[রান্নার গ্যাস ও আবাসনের দামেও ধার্য হতে চলেছে জিএসটি, ইঙ্গিত জেটলির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement