Advertisement
Advertisement

Breaking News

‘জিনস পরা মহিলাদের পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া উচিত’

এমন বিস্ফোরক মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Priest claims jeans-wearing women should drowned in the sea
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 4:41 am
  • Updated:February 28, 2017 4:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিনসের প্যান্ট পরলে নাকি পুরুষদের উত্যক্ত করা হয়। তাই সেই সব মহিলাদের গায়ে পাথর জড়িয়ে সমুদ্রে ফেলে দেওয়া উচিত। মহিলাদের পোশাক নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কেরলের এক খ্রীস্ট ধর্মগুরু। শুধু তাই নয়, তাঁর দাবি, পরিবারের ভাই, বাবাদের ধর্ষক হয়ে উঠতে প্ররোচিত করে মহিলারাই!

(লাইভ শোয়ে অতিথির নিতম্বে হাত দিলেন সঞ্চালক, তারপর…)

গত শনিবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মালয়ালম ভাষায় ওই ধর্মগুরু নারীদের জিনস, শার্ট, টি-শার্টের মতো পোশাক পরার তীব্র নিন্দা করেন। তাঁর মতে এই ধরনের পোশাক পুরুষদের সুপ্ত বাসনাকে জাগিয়ে তোলে। তিনি বলেন, “আমি যখন গীর্জায় প্রার্থনার জন্য যাই, মনে হয় সেখান থেকে পালাই। কারণ কয়েকজন মহিলাকে দেখি জিনস, ট্রাউজার, শার্ট, টি-শার্ট পরে, হাতে মোবাইল ফোন নিয়ে গীর্জায় হাজির হয়েছে। এমনকী চুলও বাঁধে না। এগুলো শুধু নিজেদের দিকে আকর্ষণ করার ছক। গীর্জায় এসব পরে আসার কী মানে বুঝি না। সেই সব নারীদের কাছে আমি জানতে চাই, খ্রীস্ট ধর্ম অথবা বাইবেল কি তাদের পুরুষদের পোশাক পরার অনুমতি দেয়?” বাইবেল টেনে এনে তিনি জানান, খ্রীস্টান ধর্মগ্রন্থে স্পষ্ট লেখা আছে পুরুষরা মহিলাদের পোশাক পরবেন না। উল্টোদিকে মহিলারাও একই নিয়ম মেনে চলবেন। এই নিয়ম না মানার অর্থ উপরওয়ালাকে অসম্মান করা। এতে কারও ভাল হবে না। এখানেই থেমে যাননি তিনি। বলেন, “যে মহিলারা পাপ কাজের জন্য পুরুষদের প্ররোচিত করে তাদের শরীরে পাথর বেঁধে সমুদ্র ডুবিয়ে দেওয়া উচিত।”

Advertisement

priest

মহিলাদের কী ধরনের পোশাক পরা উচিত, সেই পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর মতে, নারীদের সবচেয়ে সভ্য পোশাক হল সালোয়ার। ধর্মগুরুর কথায় সমাজের তথাকথিত হীনমন্যতার ছবিই ফের ফুটে উঠল। যারা একবিংশ শতকে দাঁড়িয়েও মহিলাদের পোশাক দিয়েই তাঁদের অস্তিত্ব এবং স্বভাব বিচার করে। তাহলে যে পুরুষরা লুঙ্গি অথবা হাফ-প্যান্ট পরে ঘুরে বেড়ান, প্রকাশ্যেই শার্টলেস হয়ে যান, তাঁদের কোনও চোখে দেখেন এই ধর্মগুরু? উঠেছে এই পাল্টা প্রশ্নও। ধর্মযাজকের দৃঢ় বিশ্বাস, ভারতীয় নারীরা পুরুষদের খারাপ নজরে দেখেন না। তাঁর এমন বিস্ফোরক মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

(অস্কারের জৌলুস ছাপিয়ে বাংলা মাতল ফিল্মফেয়ারের ছন্দে)

উল্লেখ্য, গতবছর কেরলে ২৫৬৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আর ধর্মগুরুর এমন বিতর্কিত মন্তব্য সেই কাজেই পুরুষদের ফের প্ররোচনা দিল বলেই মনে করছে বুদ্ধিজীবীমহল।

(নেতা ধোনির এই রেকর্ডটি কখনওই ভাঙতে পারবেন না ক্যাপ্টেন কোহলি)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement