সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট ঘোষণার ঠিক আগে দাম বেড়েছিল। কিন্তু নির্বাচনের মাঝেই ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের স্বস্তি দিয়ে দাম কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের। জানা গিয়েছে, চারটি মেট্রো শহরেই দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের। দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমেছে বলে। নতুন মূল্য কার্যকর হচ্ছে বুধবার থেকেই। একই ছবি কলকাতা, চেন্নাই ও মুম্বইয়েও।
দিল্লিতে ১৯ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ছিল ১৭৪৫.৫০ টাকা। দাম কমায় নতুন মূল্য দাঁড়াল ১৭৬৪.৫০ টাকা। একই ভাবে মুম্বইয়েও সিলিন্ডারপিছু মূল্য ১৯ টাকা কমে ১৭১৭.৫০ থেকে কমে ১৬৯৮.৫০ টাকা হল। অন্যদিকে কলকাতায় দাম কমেছে ২০ টাকা। এখানে ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৮৫৯ টাকায়। এদিকে চেন্নাইয়ে দাম কমেছে ১৯ টাকা। দক্ষিণী শহরে বাণিজ্যিক রান্নার গ্যাসের বর্তমান দাম হল ১৯১১ টাকা। আগে যা ছিল ১৯১১ টাকা।
In respite for people amid LS polls, prices of commercial LPG cylinders slashed by Rs 19
Read @ANI Story | https://t.co/L1MKHZEz9a#LPG #OMC #GasCylinder pic.twitter.com/m0Iz1973z8
— ANI Digital (@ani_digital) May 1, 2024
গত মাসেই দেশের বিভিন্ন শহরে আলাদা-আলাদা দাম বেড়েছিল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের। এর মধ্যে কলকাতায় ২৫ টাকা বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের দাম। হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG cylinder prices) কিছুটা কমায় নিঃসন্দেহে তা স্বস্তি দেবে বাজারকে। সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ এতে কিছুটা কমল। প্রসঙ্গত, বিশ্ববাজারে তেলের দাম কমা-বাড়ার উপরই দেশীয় জ্বালানির দাম নির্ধারিত হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.