ছবি প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে আমনাগরিকের জ্বালানি জ্বালা কিছুটা কমল। পেট্রল-ডিজেলের পর এবার বাণিজ্যিক LPG’র দামও বেশ খানিকটা কমিয়ে দিল তেল সংস্থাগুলি। জুনের শুরুতে একধাক্কায় ১৩৫ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। এর ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন। পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও।
বুধবার কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম হল ২ হাজার ৩২২ টাকা। দিল্লিতে ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম হল ২ হাজার ২১৯ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হল ২ হাজার ১৭১ টাকা ৫০ পয়সা। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। সেখানে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ২ হাজার ৩৭৩ টাকা।
জুন মাসের শুরুতে দাম কমানো হলেও এর আগে পরপর ৩ মাস লাগাতার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। গত ১ মার্চ ১৯ কেজির সিলিন্ডারের দাম ১০৫ টাকা বাড়ানো হয়েছিল। এরপর ২২ মার্চ ৯ টাকা কমানো হয় বাণিজ্যিক গ্যাসের দাম। ১ এপ্রিল ফের একধাক্কায় ২৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয় গ্যাসের দাম। ১ মে ফের গ্যাসের দাম একধাক্কায় ১০০ টাকার বেশি বেড়ে যায়। যার ফলে তিন মাসে দাম বাড়ে প্রায় ৪৫০ টাকা। সেখানে দাম কমল মাত্র ১৩৫ টাকা।
প্রসঙ্গত, এর আগে গত মাসের শেষের দিকে একধাক্কায় পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দামও অনেকটা কমায় কেন্দ্র। পেট্রলে বড় হারে শুল্ক কমায় লিটার প্রতি দাম কমে সাড়ে আট টাকা। একইভাবে ডিজেলের দামও লিটার প্রতি কমে ৭ টাকা। সেই সঙ্গে উজ্বলা যোজনার আওতায় থাকা ঘরোয়া LPG সিলিন্ডারেও ২০০ টাকা করে ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসলে জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণে বেশ ব্যাকফুটে ছিল মোদি (Narendra Modi) সরকার। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর অষ্টম বর্ষপূর্তির আগে তাই একপ্রকার বাধ্য হয়েই জ্বালানির দাম কমাচ্ছে কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.