সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতেই একধাক্কায় অনেকটা কমল (Cut) গ্যাসের দাম! ১ জুন থেকে দেশজুড়ে ১৯ কেজি তথা বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৬৯ টাকা ৫০ পয়সা। যার জেরে কিছুটা হলেও স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরা। কলকাতায় কত হল বাণিজ্যিক গ্যাসের দাম?
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পয়লা জুন থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে এলপিজি সিলিন্ডারের নয়া দাম। ফলে কলকাতায় বাণিজ্য়িক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৭৮৯ টাকা ৫০ পয়সা। দিল্লিতে দাম দাঁড়াল ১ হাজার ৬৭৬ টাকা। মুম্বই শহরে ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম (LPG Price) দাঁড়াল ১ হাজার ৬২৯ টাকা। চেন্নাইয়ে দাম হল ১ হাজার ৮৪১ টাকা ৫০ পয়সা। তবে বাণিজ্যিক গ্যাস দাম কমলেও গেরস্থের রান্নাঘরে ব্যবহার হওয়া ১৪ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই। উল্লেখ্য, গত মাসেও বাণিজ্য়িক গ্যাসের দাম কমেছিল। কমেছিল ১৯ টাকা।
হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG cylinder prices) কিছুটা কমায় নিঃসন্দেহে তা স্বস্তি দেবে বাজারকে। সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ এতে কিছুটা কমল। প্রসঙ্গত, বিশ্ববাজারে তেলের দাম কমা-বাড়ার উপরই দেশীয় জ্বালানির দাম নির্ধারিত হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.