Advertisement
Advertisement
LPG Price

নতুন বছরের প্রথম দিনই শুরু জ্বালানি যন্ত্রণা, অনেকটা বাড়ল গ্যাসের দাম

সিলিন্ডারপ্রতি কত হল রান্নার গ্যাসের দাম?

Price of 19 kg gas cylinder increased by Rs 25 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 1, 2023 9:20 am
  • Updated:January 1, 2023 9:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম দিনই শুরু দেশবাসীর জ্বালানি যন্ত্রণা। বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দেশবাসীকে নববর্ষের ‘উপহার’ দিল কেন্দ্র। শনিবার মধ্যরাত থেকে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম (Comercial LPG Price) বাড়ল ২৪ টাকা করে। তবে স্বস্তির খবর, ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি।

কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৪৪.৫০ টাকা। ২৫ টাকা বেড়ে তা হল ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। রাজধানী দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ১,৭৬৮ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়াল ১,৭২১ টাকা। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। সেখানে সিলিন্ডারপ্রতি গ্যাসের বর্তমান দাম ১৯১৭ টাকা।  এর আগে গত ৬ মাসে প্রায় বার পাঁচেক বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। কিন্তু নতুন বছরের শুরু থেকেই উলটো পথে হাঁটা শুরু করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

Advertisement

[আরও পড়ুন: রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে দেখতে আপত্তি নেই! নীতীশের মন্তব্যে অক্সিজেন পেল কংগ্রেস]

বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। একে দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল দশা তাঁদের। তার উপর আবার গ্যাসের দাম বাড়ায় ব্যবসা চালানোই দায় হয়ে যাবে বলেই দাবি হোটেল ব্যবসায়ীদের। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আরও বাড়ে হোটেলের খাবারদাবারের দাম। নতুন বছরের শুরুর দিনগুলিতে রেস্তরাঁয় রসনাতৃপ্তিতে গুনতে হতে পারে অতিরিক্ত কড়ি।

[আরও পড়ুন: মাতৃহারা প্রধানমন্ত্রী, শোকার্ত মোদির পাশে রূপালি পর্দার তারকারা]

তবে এবার রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। জুলাই-আগস্ট-সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেও পুজোর মুখে রান্নার গ্যাসের দাম বেড়েছিল। সেপ্টেম্বর মাসে কলকাতায় ৯১১ টাকা ছিল এলপিজি সিলিন্ডারের দাম। অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৯২৬ টাকা। তারপর থেকে আর ১৪ কেজি সিলিন্ডারের দাম বাড়েনি। সেটাই যা স্বস্তি দিচ্ছে আমআদমিকে। যদিও এই স্বস্তি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement