Advertisement
Advertisement

Breaking News

Mumbai

লাগাতার বিয়ের জন্য চাপ, রাগে প্রেমিকাকে খুন করে দেহ লোপাট প্রেমিকের

খুনের পরেও স্বাভাবিক জীবনযাপন করত অভিযুক্ত।

Pressurizing for maariage, man allegedly killed girlfriend in Mumbai | Sangbad Pratidin

প্রতীকী।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 16, 2023 5:28 pm
  • Updated:February 16, 2023 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করতে চেয়েছিলেন প্রেমিকা। কিন্তু রাজি ছিলেন না প্রেমিক। বিয়ে করার প্রস্তাবে বিরক্ত হয়ে অবশেষে প্রেমিকাকে খুন করে ফেললেন ওই ব্যক্তি। প্রমাণ লোপাটের চেষ্টায় মৃতদেহ একটি ঝোপের মধ্যে লুকিয়ে ফেলেন সে। মুম্বইয়ের (Mumbai) এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

ঠিক কী ঘটেছিল? জেরায় অভিযুক্ত রাজকুমার বাবুরাম পাল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ৩৫ বছর বয়সি ওই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু গত কয়েকদিন ধরেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ওই মহিলা। প্রেমিকার থেকে মুক্তি পেতেই তাকে খুন করার সিদ্ধান্ত নেন রাজকুমার। গলায় ওড়নার ফাঁস দিয়ে প্রেমিকাকে খুন করেন। তারপর ঝোপের মধ্যে মৃতদেহ লুকিয়ে ফেলে।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞায় আস্থা রাখুন’, মেঘালয়ের জনসভায় প্রত্যয়ী অভিষেক]

খুনের পরেও স্বাভাবিক জীবনযাপন করছিলেন পেশায় নিরাপত্তারক্ষী রাজকুমার। এহেন পরিস্থিতিতে ১২ ফেব্রুয়ারি ওই মহিলার মৃতদেহ খুঁজে পায় পুলিশ। অন্যান্য থানা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃতদেহের পরিচয় জানা যায়। ওই মহিলার মোবাইলও উদ্ধার করে পুলিশ। সেখান থেকে রাজকুমারের সঙ্গে সম্পর্কের কথা জানা যায়।

মোবাইল ফোনের সূত্র ধরেই নতুন করে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় রাজকুমারকে। জেরার মুখে অপরাধ স্বীকার করে সে। জানা যায়, অজুহাতে নিজের কর্মস্থলে প্রেমিকাকে ডেকে আনে রাজকুমার। সেখানেই খুন করে পাশের ঝোপে দেহ লুকিয়ে ফেলে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত।

[আরও পড়ুন: লালফৌজকে জোর টক্কর, চিনা আগ্রাসন রুখতে মোদির তিন ‘মাস্টারস্ট্রোক’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement