সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মলার সীতরমণের (Nirmala Sitharaman) বাজেটে (Union Budget 2023) রাষ্ট্রপতি ভবনের (Presidents House) খোরাক খানিক কমল। তবে বরাদ্দ কমানো হয়েছে কেবল গেরস্থালির খরচে। রাষ্ট্রপতি ভবনের গেরস্থালির খরচ থেকে ১০ কোটি টাকা ছাঁটা হয়েছে ২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেটে। যদিও রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের দেখভাল ও ঠাঁটবাটের জন্য বাকি ক্ষেত্রে আগের মতোই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে। এমনকী বেশ কয়েকটি ক্ষেত্রে আগের তুলনায় বরাদ্দ বাড়ানো হয়েছে।
কোনও দেশের সাংবিধানিক প্রধানের বাসভবন হিসাবে ভারতের রাষ্ট্রপতি ভবনই বিশ্বের বৃহত্তম। যা এখন দেশের ১৪তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) বাসভবন। ঐতিহাসিক ভবনে চারটি তলায় ৩৪০টি ঘর। আড়াই কিলোমিটার করিডর এবং ১৯০ একর জমিতে রয়েছে বাগান। এ ছাড়া রাষ্ট্রপতির থাকার জন্য হায়দরাবাদে রয়েছে ‘রাষ্ট্রপতি নিলয়ম’ নামে একটি বিলাসবহুল ভবন। একই রকম ভাবে ছুটি কাটানোর জন্য সিমলায় রয়েছে রিট্রিট বিল্ডিং। রাষ্ট্রপতির সচিবালয়ের পাঁচ জন কর্মী ছাড়াও রাষ্ট্রপতি ভবনে প্রায় দু’শো জন কর্মী বিরাট ভবন ও চত্বর রক্ষণাবেক্ষণের কাজ করেন। তাঁদের বেতনের জন্য বিপুল খরচ হয়ে থাকে। অন্যদিকে রাষ্ট্রপতি নিজে বেতন পান মাসিক ৫ লক্ষ টাকা। খরচ-খরচা এখানেও শেষ নয়।
রাষ্ট্রপতি ভবনের অতিথি আপ্যায়ন, রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের রাজকীয় খাওয়া দাওয়ার জন্য প্রতি বাজেটে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ হয়ে থাকে। এছাড়াও রাষ্ট্রপতি ব্যবহারের জন্য পান কালো রঙের মার্সিডিজ বেঞ্জ গাড়ি। তাঁর জন্য রয়েছে একটি লিমুজিন গাড়িও। রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী বা স্বামী বিশ্বের যে কোনও দেশে বিনা খরচে ঘুরতে পারেন। অবসরের পরে রাষ্ট্রপতিরা পান মাসে দেড় লক্ষ টাকা। অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির স্বামী বা স্ত্রী মাসে পান ৩০ হাজার টাকা। অবসরের পরে থাকার জন্য আসবাবপত্র-সহ একটি সরকারি বাংলো পান বিনা খরচে। দু’টি ল্যান্ডলাইন ও একটি মোবাইল ফোনও বিনা খরচে ব্যবহার করতে পারেন আজীবন। অবসরের পরে প্রয়োজনীয় কর্মীদের বেতন বাবদ বছরে পান ৬০ হাজার টাকা। একজন সঙ্গী নিয়ে অবসরের পরেও রাষ্ট্রপতিরা বিমান বা ট্রেনে বিনা খরচে ভ্রমণ করতে পারেন।
আন্দাজ করা সম্ভব কেবল রাষ্ট্রপতির দেখভালের জন্য সাধারণ নাগরিকের করের পয়সার কতটা ব্যয় হয়ে থাকে। উল্লেখ্য, ২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেটে ৩৬ কোটি ২২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে রাষ্ট্রপতি ভবনের গেরস্তালির খরচে। যা গত বাজেটের তুলনায় ১০ কোটি টাকা কম। তবে নির্মলার বাজেটে এইসঙ্গে ৯০ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে রাষ্ট্রপতির দপ্তর ও অন্যান্য খরচের জন্য। যা গত বাজেটের তুলনায় ৫ কোটি ৩৪ লক্ষ টাকা বেশি। এছাড়াও নতুন ভবন নির্মাণ ও তাঁর রক্ষণাবেক্ষণের জন্য ৪৬ কোটি ২৭ লক্ষ বরাদ্দ হয়েছে, যা আগে ছিল ৪১ কোটি ৬৮ লক্ষ। এছাড়াও রাষ্ট্রপতির সচিবালয়ের খরচ ১৫ কোটি ৩৯ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৩ কোটি ৩২ লক্ষ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.