Advertisement
Advertisement
Presidential elections

কোবিন্দের পর কে হবেন রাষ্ট্রপতি? নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

২৪ জুলাই শেষ হচ্ছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ।

Presidential elections to be held on 18th July, counting of votes on 21st July | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 9, 2022 3:55 pm
  • Updated:June 9, 2022 4:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। আগেই জানা গিয়েছিল, আজই ঘোষিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ। সেই মতোই এদিন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানালেন, আগামী ১৮ জুলাই হবে নির্বাচন। ফল ঘোষণা হবে ২১ জুলাই।

ভারতীয় সংবিধানের ৬২ তম ধারা অনুযায়ী দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ২০২২ সালের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪,৮০৯। তিনি আরও উল্লেখ্য করেন, কোনও রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচনে হুইপ জারি করতে পারবে না।

Advertisement

[আরও পড়ুন: নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্যকারীদের ‘শিক্ষা’ দেওয়ার আশ্বাস ডোভালের, দাবি ইরানের]

উল্লেখ্য, এনডিএ-র কাছে বিধায়ক-সাংসদ মিলিয়ে মোট ভোটের ৪৮.৮ শতাংশ ভোট রয়েছে। স্বভাবতই বিজেপি চাইছে জোটসঙ্গী ও সমমনোভাবাপন্ন দলগুলি ‘স্বস্তিদায়ক’ অবস্থান নিক। অন্যদিক ক’দিন আগেই বিকল্প জোট নিয়ে সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মতে, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি ভোটে বিজেপির প্রার্থী বিপদের মুখে পড়তে পারেন। এখন প্রশ্ন হল, কে হতে চলেছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি?

সম্প্রতি সাত বিধানসভা ও একটি লোকসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি (BJP)। এরপরেই কেন্দ্রীয়মন্ত্রী ও গেরুয়া শিবিরেরে সংখ্যালঘু মুখ মুখতার আব্বাস নকভির (Mukhtar Abbas Naqvi) রাজনৈতিক ভবিষ্যত নিয়ে শুরু হয়েছে জল্পনা। এক পক্ষের মতে, নরেন্দ্র মোদির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যের রাজনৈতিক জীবনে দাঁড়ি পড়তে চলেছে। অন্যপক্ষের মত, নকভির জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। সেটা কী?

[আরও পড়ুন: কঠোরতম শাস্তি দিতে হায়দরাবাদ গণধর্ষণে অভিযুক্ত নাবালকদের সাবালক হিসাবে বিচারের আরজি পুলিশের]

সূত্রের খবর, রাজ্যসভায় মেয়াদ ফুরোনো নেতাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করতে পারে বিজেপি। অনেকেই মনে করছেন, ২৪-এর লোকসভা নির্বাচনের কথা ভেবে রাষ্ট্রপতি নির্বাচনে চমক দিতে চাইছে গেরুয়া শিবির। পিছিয়ে পড়া সম্প্রদায়ের কোনও মহিলাকে রাষ্ট্রপতি হিসাবে চাইছে দলের একাংশ। অন্য অংশের দাবি সংখ্যালঘু মুখ। সংখ্যালঘু মুখই যদি সিদ্ধান্ত হয় তবে মুখতার আব্বাস নকভি হতে পারেন রাষ্ট্রপতি পদপ্রার্থী।

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে আদিবাসী মহিলা ‘মুখ’কে সামনে রেখে এগোতে চাইছে বিজেপি, এমন জল্পনাও শোনা গিয়েছিল মাস খানেক আগে। সেক্ষেত্রে রাইসিনা হিলসের দৌড়ে ওড়িশার বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম সবার আগে রয়েছে। তাঁকে সামনে রেখে বিজেপি রাষ্ট্রপতি নির্বাচনে গেলে তাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য যেটুকু ভোটের প্রয়োজন রয়েছে, তা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দল বিজেডিই পূরণ করে দেবে। রাষ্ট্রপতি নির্বাচনে আরেক মহিলা মুখ হিসেবে উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল ও গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দী বেন প্যাটেলের (Anandiben Patel) নামও উঠছে। অন্যদিকে বিরোধী শিবির রাষ্ট্রপতি নির্বাচনে জোটের কথা বললেও এখনও পর্যন্ত প্রার্থী নিয়ে বৈঠকে বসতে পারেনি।    

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement