Advertisement
Advertisement

Breaking News

President Ramnath Kovind

President Ram Nath Kovind: সেনা হাসপাতালে অস্ত্রোপচার, কেমন আছেন রাষ্ট্রপতি?

গত মার্চে বাইপাস অস্ত্রোপচার হয়েছিল তাঁর।

President Ram Nath Kovind underwent a cataract surgery at the Army hospital in New Delhi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 19, 2021 5:39 pm
  • Updated:August 19, 2021 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার নয়াদিল্লির সেনা হাসপাতালে অস্ত্রোপচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind)। চোখে ছানির সমস্যায় তিনি ভুগছিলেন। এদিন সকালে সেই ছানিরই অপারেশন (Cataract surgery) হল।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে জারি এক বিবৃতিতে জানানো হয়, ”আজ সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ছানি অস্ত্রোপচার হয়েছে নয়াদিল্লির সেনা হাসপাতালে। অস্ত্রোপচারটি সফল হয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।”

Advertisement

২০১৭ সালের জুলাই মাস থেকে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

এর আগে গত মার্চেও হাসপাতালে ভরতি হতে হয়েছিল ৭৫ বছরের রাষ্ট্রপতিকে। সেনা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময়ই বুকে ব্যথার কথা জানান তিনি। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বাইপাস সার্জারি করার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর এইমসে বাইপাস অস্ত্রোপচার হয় তাঁর। পরে অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয় রাষ্ট্রপতি ভবনের তরফে। পরবর্তী সময়ে আরও নানা শারীরিক পরীক্ষা করা হয় তাঁর। রাষ্ট্রপতিকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement