Advertisement
Advertisement

Breaking News

শ্রমজীবীরা নতুন ভারতের কারিগর, শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দের

টুইটারে শুভেচ্ছা রাষ্ট্রপতির।

President Ram Nath Kovind hails workers on May Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 1, 2018 10:57 am
  • Updated:May 1, 2018 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে। সেই উপলক্ষ্যে দেশের সমস্ত কর্মজীবী, খেটে খাওয়া মানুষকে শুভেচ্ছাবার্তা পাঠালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের কাছে নিজের শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেন দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি।

কেবল শুভেচ্ছা জানিয়েই নিজের দায়িত্বে ইতি টানেননি রাষ্ট্রপতি কোবিন্দ। পাশাপাশি দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে এবং দেশের উন্নতিতে শ্রমজীবী মানুষদের অবদানের জন্য তাঁদের ধন্যবাদও জানিয়েছেন রাষ্ট্রপতি কোবিন্দ। টুইটারে রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘শ্রমিক দিবসে দেশের পুরুষ ও মহিলা সমস্ত শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা। আমাদের অসংখ্য কর্মীদের শ্রম ও নিয়মানুবর্তিতা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নতুন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সাহায্য করছে। তাঁরাই সত্যিকারের দেশ গঠনের কারিগর।

Advertisement

১৯২৩ সালে ভারতে প্রথম আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে পালন করা শুরু হয়েছিল। শ্রমজীবী শ্রেণির আট ঘন্টা কাজের দাবী এবং দেশ গঠনে তাদের যোগদানকে সামনে রেখে এই দিনটি সকল কর্মঠ মানুষের জন্য উদযাপন করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement