Advertisement
Advertisement

সরকারের সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি

দেশবাসীকে আশ্বাস দিয়ে তিনি জানালেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷

 President Pranab Mukherjee Welcomes Demonetisation Of Rs. 1,000, Rs. 500 Notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 8:21 am
  • Updated:November 9, 2016 8:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রদ করতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তে যখন দিকে দিকে সমালোচনার ঢেউ, তখন একে সমর্থন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ দেশবাসীকে আশ্বাস দিয়ে তিনি জানালেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷

দেশে প্রচুর পরিমাণে মজুত হওয়া কালো টাকা উদ্ধারের ক্ষেত্রে এই সিদ্ধান্ত অত্যন্ত সহায়ক হবেই বলে মত রাষ্ট্র্পতির৷ আর তাই কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি৷ সেইসঙ্গে দেশবাসীকে আতঙ্কগ্রস্ত না হতেও আবেদন জানিয়েছেন৷ রাষ্ট্রপতির তরফ থেকেও আশ্বাস দিয়ে জানানো হয়েছে, ৫০০ টাকার নিচে সমস্ত টাকার নোটই গ্রাহ্য করা হবে৷ সরকারি সময়সীমার মধ্যে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলে ফেলতেও জনগণকে অনুরোধ করেছেন তিনি৷

Advertisement

সিদ্ধান্ত ঘোষণার সময়ই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, জনগণের টাকা নষ্ট হবে না৷ আশ্বাস দিয়ে তিনি বলেছিলেন, আপনার টাকা আপনারই থাকবে৷ সেই একই আশ্বাস শোনা গেল রাষ্ট্রপতির কথাতেও৷

মোদির এই আচমকা সিদ্ধান্তে চমকে দিয়েছে অর্থনীতির বিশেষজ্ঞদেরও৷ তবে তাঁদের কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন৷ এলআইসি মিউচুয়াল ফান্ডের প্রধান ইনভেস্টমেন্ট অফিসার সারাভানা কুমারের মতে, এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য অত্যন্ত স্বাস্থ্যকর৷ কালো টাকার পরিমাণ রাতারাতি কমে যাবে৷ জিনিসের দামও যেমন এর ফলে নিয়ন্ত্রণে রাখবে তেমনই আর্থিক ঘাটতিও পূরণ হবে বলে মত তাঁর৷ মার্কেট অ্যানালিস্ট অম্বরিশ বালিগার মতে, সাময়িক দুর্ভোগ হলেও, বৃহত্তর ক্ষেত্রে এই সিদ্ধান্ত ভারতের জন্য লাভজনকই হবে৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement