Advertisement
Advertisement

Breaking News

‘কর্মদক্ষ’ মোদির প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

জানিয়ে দিলেন নিজের অবসরের সিদ্ধান্তও৷

President Pranab Mukherjee praises PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 18, 2017 3:32 am
  • Updated:March 18, 2017 5:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজ করার নিজস্ব পদ্ধতি রয়েছে৷ এর জন্য তাঁকে আমাদের সাধুবাদ জানানো উচিত৷ তিনি খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নিয়েছেন৷,’ এই ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ মুম্বইতে এক আলোচনাসভায় কথা বলতে গিয়ে এই কথা বলেন রাষ্ট্রপতি৷ প্রধানমন্ত্রীর স্থির লক্ষ্য, প্রাণশক্তি ও কর্মদক্ষতারও প্রশংসা করেন তিনি৷

তবে এদিন সাম্প্রদায়িকতার কড়া সমালোচনা করেন রাষ্ট্রপতি৷ তিনি বলেন, ধর্ম, জাতি কিংবা রাজনৈতিক বিদ্বেষের জন্য মানুষ যদি মানুষের ক্ষতি করতে থাকে৷ তাহলে উন্নয়নের পথে এগোনো অসম্ভব৷ রাজনীতির সঙ্গেই শক্তি আসে৷ আর শক্তি থেকে আসে ক্ষমতা৷ এই ক্ষমতা মানুষের ভালর জন্য প্রয়োগ করা উচিত বলে মনে করেন রাষ্ট্রপতি৷

Advertisement

[উত্তরপ্রদেশের নির্বাচনে খরচ হয়েছে ৫৫০০ কোটি টাকা, জানাল সমীক্ষা]

এদিন বারবার সংসদের স্থগিত হওযার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি৷ তিনি বলেন, গণতন্ত্রিক ব্যবস্থায় আলাপ-আলোচনা, তর্ক-বিতর্কের প্রাথমিক কেন্দ্র সংসদ৷ ঘন ঘন স্থগিত থাকার কারণে তাঁর সময়সীমা কমে যাচ্ছে৷ এটা একেবারেই ভাল ব্যাপার নয়৷ সংসদীয় ব্যবস্থা যদি এভাবেই বিঘ্নিত হতে থাকে, তাহলে শুধু প্রাতিষ্ঠানিক পক্ষাঘাতই হবে না সংগঠনের ভিতও দুর্বল হয়ে পড়বে৷

এদিন নিজের অবসরের সিদ্ধান্তের কথাও জানিয়ে দেন রাষ্ট্রপতি৷ মার্চ মাসেই মেয়াদ শেষ হচ্ছে দেশের ১৩তম রাষ্ট্রপতি৷ এরপরই রাজনীতি থেকেও অবসর নেবেন বলে জানিয়ে দেন প্রণব মুখোপাধ্যায়৷

[বেসরকারি স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে নিয়ন্ত্রক কমিশন মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement