Advertisement
Advertisement

জিএসটি বিলে রাষ্ট্রপতির সিলমোহর

আইনে পরিণত হল জিএসটি বিল!

President Pranab Mukherjee gives assent to the constitutional amendment bill
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 8:46 pm
  • Updated:August 12, 2021 6:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দেশ এক কর ব্যবস্থা চালুর স্বপ্ন দেখেছিল কংগ্রেস৷ কিন্তু সেই স্বপ্নকে কার্যত ‘হাইজ্যাক’ করে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার৷ ‘গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স’ বা জিএসটি-র সংবিধান সংশোধনী বিলে বৃহস্পতিবার সম্মতি জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরের ১ এপ্রিল থেকে দেশজুড়ে অভিন্ন কর ব্যবস্থা চালু হতে পারে৷ দেশের ১৬টি রাজ্য জিএসটি-র প্রতি তাদের সমর্থন জানিয়েছে৷ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের কর কাঠামোয় এত বড় রদবদল ঘটেনি৷

রাষ্ট্রপতির সবুজ সঙ্কেত পাওয়ার পর এখন বল জিএসটি কাউন্সিলের কোর্টে৷ কাউন্সিলের শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, রয়েছেন অন্যান্য রাজ্যের অর্থমন্ত্রীরাও৷ উল্লেখ্য, কংগ্রেসই প্রথম দেশে অভিন্ন কর ব্যবস্থার কথা বলে৷ ২০১১ সালে বাজেট অধিবেশনে ইউপিএ সরকারের অর্থমন্ত্রী পি চিদম্বরম পণ্য ও পরিষেবা করের বিষয়টি বলেন৷ চার বছরে বিজেপি, সেই সময়ের প্রধান বিরোধী দল এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছতে পারেনি৷ এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিষয়টি নিজেদের হাতে তুলে নেয়৷ শেষপর্যন্ত গত ৮ আগস্ট মোদি সরকারের বহু প্রচেষ্টার পর বাদল অধিবেশনে পাশ হয়ে যায় জিএসটি বিল৷ লোকসভায় উপস্থিত ৪৪৩ জন সাংসদই জিএসটি-র পক্ষে ভোট দেন৷ লোকসভায় জিএসটি পাশ করার জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন বিল পাশ করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দেন, জিএসটি চালু হলে দেশে দুর্নীতি বন্ধ হবে৷ পাশাপাশি, কালো টাকার জমানা শেষ হবে, ‘ট্যাক্স টেররিজম’ বলে আর কিছু থাকবে না, যে কোনও ছোট ব্যবসায়ী সহজে ঋণ পাবেন৷ বস্তুত, দেশজুড়ে অভিন্ন কর ব্যবস্থা চালুর পথ প্রশস্ত হল নয়া আইনের মাধ্যমে। আলাদা আলাদা একগুচ্ছ কর নয়, সব পণ্য কিনতে ও পরিষেবা পেতে দিতে হবে একটাই কর।

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement