সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দূরত্বই থাকুক, ভাইদের মঙ্গল কামনায় আজকের এই দিনকে বিশেষভাবে পালন করে থাকে দিনি-বোনেরা৷ আর এই শুভদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটে রাষ্ট্রপতি লেখেন, ‘‘ভাই-বোনের সম্পর্ককে মজবুত করে রাখিবন্ধন৷ এই উৎসবের মাধ্যমে দেশ ও দেশের বাইরে সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে যাক৷ আজকের শুভদিনে যুবসমাজের কাছে আরও একবার দেশের প্রতিটি মহিলাদের নিরাপত্তা ও সম্মান দেওয়ার বার্তাও দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷
Greetings to all fellow citizens on Raksha Bandhan. May the spirit of this festival strengthen fraternal feelings and inspire us to live in a society defined by universal respect for the security and dignity of women, especially of girl children #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 26, 2018
উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও টুইটে রাখি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান৷ সৌভ্রাতৃত্বের বার্তা দেন তিনি৷
দেশবাসীকে টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশবাসীর জন্য শুভকামনা করেন তিনি৷ এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্মৃতি ইরানি-সহ একাধিক নেতামন্ত্রীরাও রাখি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান৷
सभी देशवासियों को रक्षाबंधन के पावन पर्व की बहुत-बहुत शुभकामनाएं। Greetings on Raksha Bandhan.
— Narendra Modi (@narendramodi) August 26, 2018
অন্যদিকে, সকল ভাই ও বোনেদের শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজকের দিনটিকে সংস্কৃতি দিবস হিসাবে পালনের ডাক দেন তিনি৷ ট্যুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলায় আমরা এই দিনটিকে ‘সংস্কৃতি দিবস’ হিসেবে পালন করি।’’
রাখি বন্ধন উপলক্ষে আমার সকল ভাই ও বোনেদের জানাই শুভেচ্ছা। রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলায় আমরা এই দিনটিকে ‘সংস্কৃতি দিবস’ হিসেবে পালন করি।
— Mamata Banerjee (@MamataOfficial) August 26, 2018
একদিন আগেই সীমান্তে এই রাখি উৎসব পালন করা হয়৷ সেখানে বিএসএফ জওয়ানদের রাখি পরান তরুণীরা৷ জয়সলমীরে স্কুলপড়ুয়ারাও জওয়ানদের রাখি বাঁধে৷ সিআরপিএফ জওয়ানদের উদ্দেশ্যে রাখিতে চিঠি লেখে তৃতীয় শ্রেণির এক ছাত্রী৷ সেনা জওয়ানদের রাখির শুভেচ্ছা সে৷ পালটা সিআরপিএফের তরফ থেকেও ওই শিশু-সহ প্রত্যেক দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানিয়ে টুইট করা হয়৷
Let’s celebrate the festival of love and unite ourselves with the thread of brotherhood.
Wishing everyone a very happy #RakshaBandhan pic.twitter.com/atuFw4vgTV
— CRPF (@crpfindia) August 26, 2018
পুরীর সমুদ্র সৈকতে রাখি উপলক্ষে একটি সুন্দর বালু শিল্প তৈরি করেন সুদর্শন পট্টনায়ক৷ এভাবেই গোটা দেশের কাছে সৌভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেন তিনি৷
Happy #RakshaBandhan my SandArt with message #GiftAPlant: Let’s join hands to save our environment” at #Puri beach in #Odisha. pic.twitter.com/VdBJDuk4Zp
— Sudarsan Pattnaik (@sudarsansand) August 26, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.