Advertisement
Advertisement

একই অর্ডিন্যান্সে ৫ বার সই, বিরক্ত রাষ্ট্রপতি

এই সংশোধনী বিলটি পাশ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টে বহু মামলাও ঝুলে রয়েছে, যেগুলির শুনানি জানুয়ারিতেই হওয়ার কথা৷    

President is upset, as the same ordinance come to him for his sign
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 24, 2016 2:47 pm
  • Updated:December 24, 2016 2:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই নিয়ে পরপর ৫ বার একই অর্ডিন্যান্সে সই করলেন৷ তবু এতদিনেও ‘এনিমি প্রপারটি আইনে’-র সংশোধনী বিল রাজ্যসভায় পাশ করাতে সক্ষম হয়নি কেন্দ্র৷ তাই বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্ত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ কেন্দ্রের কড়া সমালোচনা করে বলেন, জাতীয় স্বার্থে আনা এই সংশোধনী বিলটি পাশ হওয়া প্রয়োজন৷ স্পষ্ট জানালেন, এটা যেন আর ফেরত না আসে৷

এতদিনেও ‘এনিমি প্রপারটি আইন’টি ৪৮ বছরের পুরনো৷ ১৯৬৮ সালের এই আইনটি যুদ্ধের পর যাঁরা এদেশ ছেড়ে পাকিস্তান বা চিনে চলে গিয়েছেন তাঁদের সম্পত্তি হস্তান্তরের বিষয়টি কার্যকরী করার জন্য আনা হয়৷ এই আইনটিই সংশোধন করে ইতিমধ্যেই লোকসভায় পাশ করিয়েছে কেন্দ্র৷ তবে যেহেতু রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু হওয়ায় এটিকে পাশ করাতে বারবার ব্যর্থ হচ্ছে সরকার৷ এবছরের শেষে শীতকালীন অধিবেশনের একটা দিনও কাজের কাজ হয়নি৷ প্রত্যেকটা দিনই বিরোধীদের হই-হট্টগোলে কেটে গিয়েছে৷ স্বভাবতই, এই সংশোধনী বিলটি এবারও রাজ্যসভায় পাশ করানো সম্ভব হয়নি৷ অথচ, এই সংশোধনী বিলটি পাশ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টে বহু মামলাও ঝুলে রয়েছে৷ জানুযারিতেই যেগুলির শুনানি হওয়ার কথা৷ অথচ এই বিলটি রাজ্যসভায় না পাশ হওয়া পর্যন্ত এটি কার্যকর করা যাচ্ছে না৷

Advertisement

প্রসঙ্গত, গত অাগস্টে এই সংশোধনী বিলটি রাষ্ট্রপতির কাছে এসেছিল মন্ত্রিসভার সম্মতি ছাড়াই৷ সেসময়ই কেন্দ্রকে সতর্ক করে প্রণব মুখোপাধ্যায় বলেছি্লেন, এটিতে যাতে মন্ত্রিসভার সম্মতি মেলে সেই চেষ্টাই যেন করে কেন্দ্র৷ তিনি সতর্ক করার পরও ফের একই অর্ডিন্যান্সে সই করার জন্য পাঠানো হলেও এবার রীতিমতো বিরক্ত রাষ্ট্রপতি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement