সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসব দিওয়ালি (Diwali 2022) এবং দীপাবলি। বিশেষ এই দিনে দেশবাশীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দীপাবলির পাশাপাশি কালীপুজোর (Kali Puja 2022) শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন টুইটারে রাষ্ট্রপতি লেখেন, “দেশের সমস্ত নাগরিককে জানাই দিওয়ালির আন্তরিক শুভেচ্ছা। আসুন আলো ও আনন্দের এই পবিত্র উৎসবে আমরা জ্ঞান ও শক্তির প্রদীপ জ্বালিয়ে অসহায় মানুষদের জীবন আনন্দে ভরিয়ে দেওয়ার চেষ্টা করি। উৎসবে এই সময়ে সকল দেশবাসীর জীবনে সুখ-সমৃদ্ধি কামনা করছি।”
सभी देशवासियों को दीवाली की हार्दिक शुभकामनाएं! प्रकाश और उमंग के इस पवित्र त्योहार पर, हम ज्ञान और ऊर्जा के दीपक को प्रज्ज्वलित करते हुए जरूरतमंद लोगों के जीवन में भी खुशियां लाने का प्रयास करें। मैं इस महापर्व पर सभी देशवासियों के जीवन में सुख-समृद्धि के लिए प्रार्थना करती हूं।
— President of India (@rashtrapatibhvn) October 24, 2022
দেশের সৈনিকদের সঙ্গে দিওয়ালি পালন করতে এদিন সকালেই কারগিল পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ভারতীয় সেনার শৌর্য অসীম। কারগিল, দ্রাস, বাটালিক দেশের এই শৌর্যের স্মারক। সেনাবাহিনীর জন্যই দেশ সুরক্ষিত বলেও জানান প্রধানমন্ত্রী। দুর্নীতিগ্রস্তদের রেয়াত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে টুইটারে মোদি লেখেন, “আলো এবং আলোর রোশনাইয়ের সঙ্গে জড়িত দিওয়ালি। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনাদের দিওয়ালি খুব ভাল কাটুক।
Wishing everyone a Happy Diwali. Diwali is associated with brightness and radiance. May this auspicious festival further the spirit of joy and well-being in our lives. I hope you have a wonderful Diwali with family and friends.
— Narendra Modi (@narendramodi) October 24, 2022
দীপাবলির পাশাপাশি কালিপুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “মা কালী যেন আমাদের সমস্ত দুষ্টশক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেন। উৎসবের আলো আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে খুশি ও আনন্দে ভরিয়ে দিক এই প্রার্থনা করছি।”
I extend my heartfelt greetings on the pious day of Kali Puja and Deepavali.
May Maa Kali give us all the strength to fight the forces of evil.
I pray that the festival of lights expels darkness from all our lives to usher in joy and happiness.
— Mamata Banerjee (@MamataOfficial) October 24, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.