Advertisement
Advertisement

Breaking News

Droupadi Murmu

রাষ্ট্রপতির ভাষণে ‘মজবুত সরকার’, ‘উত্তর-পূর্বে শান্তি’ নিয়ে মোদির প্রশংসা, প্রতিবাদ বিরোধীদের

আর্থিক উন্নতি, পেপার লিক, ব্যাঙ্কিং সংস্কারের মতো ইস্যু যখন রাষ্ট্রপতি তুললেন, তখনও প্রতিবাদের সুর ভেসে এল বিরোধী শিবির থেকে।

President Droupadi Murmu addresses a joint session, hails Stable government
Published by: Subhajit Mandal
  • Posted:June 27, 2024 12:10 pm
  • Updated:June 27, 2024 1:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাষায় নিজের সরকারের সাফল্যের কথা বলেন, সংসদের যৌথ অধিবেশনের স্বাগত ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) মুখেও খানিকটা সেই সুর শোনা গেল। রাষ্ট্রপতি দুই কক্ষের সাংসদদের সামনে বলে গেলেন, ভারতের জনগণ ‘স্থির’, স্থায়ী এবং মজবুত সরকার গড়েছে। যা দেশের উন্নয়নে সহযোগী।

রাষ্ট্রপতি এদিন বলেন, “১০ বছর আগে ভারতবাসী অস্থায়ী, দুর্বল সরকারের পরিবর্তে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা স্থায়ী সরকার নির্বাচন করেছে। তৃতীয়বার সেই সংখ্যাগরিষ্ঠ সরকারের উপরই আস্থা রেখেছে।” সঙ্গে সঙ্গেই প্রতিবাদের সুর ভেসে আসে বিরোধী বেঞ্চ থেকে। বস্তুত রাষ্ট্রপতি মোদি (Narendra Modi) সরকারকে শক্তিশালী এবং স্থির সরকার বলে সার্টিফিকেট দিলেও বিরোধীরা যে সেটা মানতে নারাজ, তা স্পষ্ট হয়ে গিয়েছে ওই প্রতিবাদেই। আসলে প্রথম দুবার বিজেপি (BJP) একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এলেও তৃতীয়বার সেটা হয়নি। সেকারণেই স্থির সরকারের এই দাবিতে আপত্তি বিরোধীদের।

[আরও পড়ুন: গীতা পড়বেন, লাগবে বাড়ির খাবার, বেল্টও চাই, CBI হেফাজতে দাবি কেজরির

শুধু স্থির সরকারের কথাই নয়, এদিন বিরোধীদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি। তিনি নিজের ভাষণে সাফ বলেছেন, অনেক সময় বিরোধপূর্ণ মানসিকতা এবং সংকীর্ণ ব্যক্তিস্বার্থ দেশের উন্নয়নে বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাষ্ট্রপতি সাফ বলে দিয়েছেন, “এর আগে জোট রাজনীতির যুগে বহু অস্থির সরকার চাইলেও ভালো সংস্কারমূলক পদক্ষেপ করতে পারেনি। তার পরই ভারতের জনগণ অস্থির সরকার থেকে স্থির সরকারের দিকে এগিয়েছে। যা এই সরকারকে সংস্কারমূলক পদক্ষেপ করতে সাহায্য করেছে। এই সংস্কারগুলিরও বিরোধ হয়েছিল। কিন্তু সময় প্রমাণ করছে, এই সব সংস্কার সঠিক ছিল।”

[আরও পড়ুন: মমতার সঙ্গে সাক্ষাতের পর দিল্লিতে শাহী দরবারে অনন্ত মহারাজ, তুঙ্গে জল্পনা]

বিরোধী বেঞ্চ থেকে প্রতিবাদ যে শুধু ‘স্থির’ সরকারের বার্তার সময়ই হয়েছে তা নয়। রাষ্ট্রপতি মুর্মু যখন এই সরকারের আমলে উত্তর-পূর্ব ভারতে শান্তির কথা বললেন, তখনও উত্তাল প্রতিবাদ এল বিরোধী বেঞ্চ থেকে। আসলে রাষ্ট্রপতি এদিন মণিপুর ইস্যু সম্পূর্ণ উপেক্ষা করে দাবি করেন, “এই সরকারের আমলে উত্তর-পূর্ব ভারতে শান্তি বজায় রাখার চেষ্টা চলছে।’ সঙ্গে সঙ্গে মণিপুরের (Manipur) কথা মনে করিয়ে প্রতিবাদে সরব হয় বিরোধী শিবির। এছাড়াও আর্থিক উন্নতি, পেপার লিক, ব্যাঙ্কিং সংস্কারের মতো ইস্যু যখন রাষ্ট্রপতি তুললেন, তখন প্রতিবাদের সুর ভেসে এল বিরোধী শিবির থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ