সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাষায় নিজের সরকারের সাফল্যের কথা বলেন, সংসদের যৌথ অধিবেশনের স্বাগত ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) মুখেও খানিকটা সেই সুর শোনা গেল। রাষ্ট্রপতি দুই কক্ষের সাংসদদের সামনে বলে গেলেন, ভারতের জনগণ ‘স্থির’, স্থায়ী এবং মজবুত সরকার গড়েছে। যা দেশের উন্নয়নে সহযোগী।
#WATCH | President Droupadi Murmu addresses a joint session of both Houses of Parliament, she says “A stable government with a complete majority has been formed in the country after six decades. People have shown trust in this Govt for the third time. People are aware that only… pic.twitter.com/kpt5OzM0Vx
— ANI (@ANI) June 27, 2024
রাষ্ট্রপতি এদিন বলেন, “১০ বছর আগে ভারতবাসী অস্থায়ী, দুর্বল সরকারের পরিবর্তে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা স্থায়ী সরকার নির্বাচন করেছে। তৃতীয়বার সেই সংখ্যাগরিষ্ঠ সরকারের উপরই আস্থা রেখেছে।” সঙ্গে সঙ্গেই প্রতিবাদের সুর ভেসে আসে বিরোধী বেঞ্চ থেকে। বস্তুত রাষ্ট্রপতি মোদি (Narendra Modi) সরকারকে শক্তিশালী এবং স্থির সরকার বলে সার্টিফিকেট দিলেও বিরোধীরা যে সেটা মানতে নারাজ, তা স্পষ্ট হয়ে গিয়েছে ওই প্রতিবাদেই। আসলে প্রথম দুবার বিজেপি (BJP) একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এলেও তৃতীয়বার সেটা হয়নি। সেকারণেই স্থির সরকারের এই দাবিতে আপত্তি বিরোধীদের।
শুধু স্থির সরকারের কথাই নয়, এদিন বিরোধীদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি। তিনি নিজের ভাষণে সাফ বলেছেন, অনেক সময় বিরোধপূর্ণ মানসিকতা এবং সংকীর্ণ ব্যক্তিস্বার্থ দেশের উন্নয়নে বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাষ্ট্রপতি সাফ বলে দিয়েছেন, “এর আগে জোট রাজনীতির যুগে বহু অস্থির সরকার চাইলেও ভালো সংস্কারমূলক পদক্ষেপ করতে পারেনি। তার পরই ভারতের জনগণ অস্থির সরকার থেকে স্থির সরকারের দিকে এগিয়েছে। যা এই সরকারকে সংস্কারমূলক পদক্ষেপ করতে সাহায্য করেছে। এই সংস্কারগুলিরও বিরোধ হয়েছিল। কিন্তু সময় প্রমাণ করছে, এই সব সংস্কার সঠিক ছিল।”
বিরোধী বেঞ্চ থেকে প্রতিবাদ যে শুধু ‘স্থির’ সরকারের বার্তার সময়ই হয়েছে তা নয়। রাষ্ট্রপতি মুর্মু যখন এই সরকারের আমলে উত্তর-পূর্ব ভারতে শান্তির কথা বললেন, তখনও উত্তাল প্রতিবাদ এল বিরোধী বেঞ্চ থেকে। আসলে রাষ্ট্রপতি এদিন মণিপুর ইস্যু সম্পূর্ণ উপেক্ষা করে দাবি করেন, “এই সরকারের আমলে উত্তর-পূর্ব ভারতে শান্তি বজায় রাখার চেষ্টা চলছে।’ সঙ্গে সঙ্গে মণিপুরের (Manipur) কথা মনে করিয়ে প্রতিবাদে সরব হয় বিরোধী শিবির। এছাড়াও আর্থিক উন্নতি, পেপার লিক, ব্যাঙ্কিং সংস্কারের মতো ইস্যু যখন রাষ্ট্রপতি তুললেন, তখন প্রতিবাদের সুর ভেসে এল বিরোধী শিবির থেকে।
#WATCH | President Droupadi Murmu addresses a joint session of both Houses of Parliament.
She says, “…For the development of the northeast, my government has increased the (budget) allocation by over 4 times in the last 10 years. Government is working to make this region… pic.twitter.com/9359lcF7eC
— ANI (@ANI) June 27, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.