বুদ্ধদেব সেনগুপ্ত: বৃহস্পতিবার মাত্র ৫ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজভবন এবং পোর্টের দুটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসবেন তিনি। বৃহস্পতিবার বিকালেই ফের উড়ে যাবেন দিল্লি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০ টা ১৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সকাল ১১টা ৫ মিনিটে বিমানবন্দর থেকে রাজভবনে পৌঁছানোর কথা দ্রৌপদী মুর্মুর। সেখানে ‘ব্রহ্মা কুমারিস’-এর উদ্যোগে কলকাতায় যে নেশা মুক্তি অভিযান হতে চলেছে, সেটার সূচনা করবেন রাষ্ট্রপতি। দুপুর ১২টা নাগাদ ওই সংস্থা আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।
দুপুর একটা ১৫ মিনিট নাগাদ রাজভবন থেকে সোজা গার্ডেনরিচে শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যাবেন রাষ্ট্রপতি। সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জিআরএসই’র অনুষ্ঠানে যাবেন তিনি। ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী ‘বিন্ধ্যগিরি’র যাত্রা শুরু হবে তাঁর হাত দিয়ে। দুপুর ১টা ৪০ থেকে ৩টে ১০ মিনিট পর্যন্ত ওই অনুষ্ঠানে থাকবেন দ্রৌপদী মর্মু। তার পর সেখান থেকেই আবার নয়াদিল্লি ফিরবেন তিনি।
শেষবার বাংলায় রাষ্ট্রপতি বাংলায় এসেছিলেন শপথ নেওয়ার পরপরই। সেবার বেশ কিছু কর্মসূচি ছিল তাঁর। রাজ্য সরকারের সঙ্গে যৌথ কর্মসূচিও ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেও দেখা করেন রাষ্ট্রপতি। এবারে অবশ্য তেমন কোনও কর্মসূচি নেই তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.