Advertisement
Advertisement

পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল, কে কে দায়িত্ব পাচ্ছেন?

তালিকার প্রত্যেকেই গেরুয়া শিবিরের মুখ।

President appoints governors for 5 states

২০১৭ সালের জুলাই মাসে দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হন রামনাথ কোবিন্দ

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 30, 2017 6:00 am
  • Updated:September 30, 2017 6:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের পাঁচ রাজ্য নতুন রাজ্যপাল পেল। শনিবার সকালে তাদের নিয়োগে সম্মতি জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তামিলনাডুর নতুন রাজ্যপাল হচ্ছেন বানোয়ারিলাল পুরোহিত। অরুণাচলে প্রদেশে এই পদে আসছেন বি ডি মিশ্র, বিহারে সত্যপাল মালিক, অসমে জগদীশ মুখি এবং মেঘালয়ের নয়া রাজ্যপাল হলেন গঙ্গা প্রসাদ।

[‘তুমি এগিয়ে যাও’, মেয়ের শেষ কথা এখনও কানে বাজে বাবার]

Advertisement

পাঁচটি রাজ্যে রাজ্যপাল নিয়োগের বিষয়টি অনেক দিন ধরে ঝুলে ছিল। ওই রাজ্যগুলিতে অতিরিক্ত বা অস্থায়ী হিসাবে কেউ কাজ চালাচ্ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পর কোবিন্দের হাত দিয়ে প্রথম কোনও রাজ্যপাল নিয়োগ হল। পাঁচ রাজ্যপালের মধ্যে বানোয়ারিলাল পুরোহিতের বায়োডাটা বেশ নজরে পড়ার মতো। তিনি অসমের দায়িত্বে ছিলেন। এবার দক্ষিণের তামিলনাড়ুতে যাচ্ছেন। ১৯৭৭-এ পুরোহিত সক্রিয় রাজনীতিতে এসেছিলেন। তিন বার সাংসদ হওয়ার পাশাপাশি তিনি সংসদের একাধিক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। মহারাষ্ট্রের বিদর্ভ এলাকায় তিনি জনপ্রিয় মুখ। মদন মোহন মালব্য প্রতিষ্ঠিত সংবাদপত্র দ্য হিতবেদা তাঁর হাত ধরে ফের পাদপ্রদীপে আসে। বর্তমানে এই দৈনিক চারটি সংস্করণে প্রকাশিত হয়। বি ডি মিশ্র উত্তর পূর্বের অরুণাচলের দায়িত্ব পেয়েছেন। অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার বিজেপিপন্থী হিসাবে পরিচিত। বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি গেরুয়া শিবিরের হয়ে নানা যুক্তি দেন। অসমের নতুন রাজ্যপাল হলেন জগদীশ মুখি। এর আগে তিনি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের লেফটন্যান্ট গর্ভনরের দায়িত্বে ছিলেন। বিজেপি ও আরএসএসের সদস্য জগদীশ দিল্লি জানকপুরি বিধানসভা কেন্দ্র থেকে টানা সাতবার বিধায়ক হয়েছিলেন। দুদফায় হয়েছিলেন মন্ত্রী। তবে ২০০৯-এ হলফনামা দিতে গিয়ে তিনি বিতর্ক বাধিয়েছিলেন। নিজের কাছে ১.১ কেজি সোনা থাকার কথা জগদীশ জানালেও, তার দাম অনেক কম দেখিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।

[আচমকা বন্ধ হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো]

বিহারের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছেন রামনাথ কোবিন্দ। তাঁর ছেড়ে আসা দায়িত্ব পাচ্ছেন সত্যপাল মালিক। আলিগড়ের প্রাক্তন সাংসদ সত্যপাল একসময় সমাজবাদী পার্টি করতেন। পরে বিজেপিতে যোগ দেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement