Advertisement
Advertisement

চেখে নিন বিশ্বের বৃহত্তম সিঙারা!

এমন উদ্যোগের মুখ হলেন রীতেশ সোনি৷ মহারাজগঞ্জ জেলার গোপালনগরের বাসিন্দা রীতেশ একটি ছোট্ট রেস্তোরাঁ চালান৷ গত বছর এই জেলারই আরেকটি দল বৃহদাকার জিলিপি বানিয়ে গিনেস বুকে নাম তুলেছিল৷ এই ব্যাপারটাই নতুন কিছু করার অনুপ্রেরণা দিয়েছিল রীতেশকে৷

Presenting, at 332kg, world's largest samosa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 5:00 pm
  • Updated:September 14, 2023 6:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাল সিঙারা বা মিষ্টি সিঙারা৷ দেশি সিঙারা বা চাইনিস সিঙারা৷ এসব সিঙারার কথা হরদম শোনা যায়৷ কিন্তু একটা সিঙারার ওজন ৩৩২ কেজি! শুনেছেন কখনও? শোনার কথাও নয়৷ কারণ প্রথমবার এমন বিরাট আকারের একটি সিঙারা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোরখপুরের এক দল যুবক৷

এমন উদ্যোগের মুখ হলেন রীতেশ সোনি৷ মহারাজগঞ্জ জেলার গোপালনগরের বাসিন্দা রীতেশ একটি ছোট্ট রেস্তোরাঁ চালান৷ গত বছর এই জেলারই আরেকটি দল বৃহদাকার জিলিপি বানিয়ে গিনেস বুকে নাম তুলেছিল৷ এই ব্যাপারটাই নতুন কিছু করার অনুপ্রেরণা দিয়েছিল রীতেশকে৷ তখনই ঠিক করে ফেলেন, ‘হটকে’ কিছু একটা বানাতে হবে যাতে গোটা বিশ্ব গোপাল পুরের নাম জানতে পারে৷ বন্ধু ও উৎসাহীদের সঙ্গে করে শুরু হয় বড় মাপের সিঙারা বানানোর কাজ৷ ১৫ দিন ধরে চলে সিঙারা বানানোর কাজ৷ অবশেষে মঙ্গলবার সাধারণের দেখার জন্য স্থানীয় এক মাঠে সিঙারাটির প্রদর্শনী করা হয়৷ রীতেশ জানান, তাঁদের এই অভিনব সিঙারার খবর গিনেস বুকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷ খুব তাড়াতাড়ি গিনেস বুকের অনুমোদন পাওয়ার আশায় রয়েছেন রীতেশরা৷

Advertisement

দলের আরেক সদস্য নবীন তিওয়ারি বলেন, “এর আগে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড কলেজ বিশ্বের সবচেয়ে বড় সিঙারা বানিয়েছিল৷ তার ওজন ছিল ১১০ কেজি৷ আমাদের তৈরি সিঙারা তার তিনগুণ৷ বিশ্ব রেকর্ড করতে পারলে এই এলাকার নেতাদের নজর কাড়তে পারব আমরা৷ আর সেটাই আমাদের আসল উদ্দেশ্য৷ স্বাধীনতার এত বছর পরও এই এলাকায় শিক্ষা, বিদ্যুৎ, প্রাথমিক পরিকাঠামোর কোনও উন্নতি হয়নি৷ এবার যদি তাঁরা মুখ তুলে তাকান৷”

সিঙারা বানানোর ১০ জনের দলে চারজন স্কুলের ছাত্র৷ পড়াশুনার ফাঁকে রীতেশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে তারা৷ ৩ মিটার দীর্ঘ এই সিঙারা বানাতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা৷ ৯০ লিটার তেল, পৌঁনে দুই কুইন্টাল আটা ও ২০০ কেজি আলু দিয়ে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সিঙারাটি৷ এত বড় সিঙারা তাই চেখে নিন স্বাদে-আহ্লাদে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement