Advertisement
Advertisement
রাহুল গান্ধী

ফের কংগ্রেসের শীর্ষপদে রাহুল? প্রস্তুতি শুরু দলের অন্দরে

আগামী মাসেই ছেলের জন্য পদ ছেড়ে দিতে পারেন সোনিয়া।

Preparations are on in the Congress to bring Rahul Gandhi back
Published by: Subhajit Mandal
  • Posted:December 5, 2019 4:12 pm
  • Updated:December 5, 2019 4:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবার অভিষেক হয়ে গিয়েছে। কিন্তু, সেবারে কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেননি রাহুল গান্ধী। ভাঙাচোরা কংগ্রেসকে চাঙ্গা করে তুলতে পারেননি তিনি। রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে তুলনামূলক ভাল ফল করলেও, লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। দায় নিয়ে সভাপতি পদ ছেড়েছেন রাহুল গান্ধী। কিন্তু, কংগ্রেস যে এখনও গান্ধী পরিবারের বাইরে বেরতে পারেনি, তা আরও একবার প্রকাশ্যে আসছে নয়া জল্পনায়। শোনা যাচ্ছে, ব্যর্থতার দায় স্বীকার করে পদ ছাড়া রাহুল আরও একবার কংগ্রেসের শীর্ষপদে বসতে চলেছেন। সব ঠিক থাকলে আগামী মাসেই সোনিয়ার স্থলে কংগ্রেস সভাপতি হতে চলেছেন ওয়ানড়ের সাংসদ।


বেশ কিছুদিন ধরেই দ্বিতীয়বার রাহুলের রাজ্যাভিষেক নিয়ে জল্পনা চলছে। একসময় রাহুলের পদত্যাগ পত্রই গ্রহণ করতে প্রস্তুত ছিলেন না কংগ্রেস নেতারা। তাঁদের মতে, লোকসভায় কংগ্রেস খারাপ ফল করলেও, তাঁর দায় কোনওমতেই রাহুলের নয়। দলের সাংগঠনিক দুরাবস্থার জন্যই ওই ফলাফল হয়েছে। বরং রাহুলের জন্যই দল বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে। যদিও, নেতাদের আপত্তি সত্তেও রাহুল কংগ্রেসের শীর্ষপদ ছেড়ে দেন। একপ্রকার জোর করেই সোনিয়াকে বসিয়ে দেওয়া হয় শতাব্দীপ্রাচীন দলের সভানেত্রী পদে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি খুব একটা পিঁয়াজ-রসুন খাই না’, নির্মলার মন্তব্যে সংসদে হাসির রোল]


কংগ্রেসের অন্দরে জোর জল্পনা, আগামী মাসেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে পদত্যাগ করতে পারেন সোনিয়া। তাঁর জায়গায় ফের সভাপতি হতে পারেন রাহুল। ইতিমধ্যেই, যুব কংগ্রেস কর্মীরা রাহুলকে ফের স্বাগত জানাতে তৈরি হচ্ছেন। টুইটারে #MyleaderRG নামের একটি হ্যাশট্যাগও ট্রেন্ডিং চলছে। শোনা যাচ্ছে, ১৫ জানুয়ারির পর যে কোনও দিনে কংগ্রেস সভাপতির পদে ফের বসতে পারেন রাহুল। আগামী মাসে উদয়পুরে বসতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানেই সব ঠিক হয়ে যেতে পারে। আর তা যদি হয়, তাতে কংগ্রেসের কতটা উপকার হবে, তা নিয়ে সংশয় রয়েছে দলেরই অন্দরে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement