Advertisement
Advertisement

চলন্ত ট্রেনে ধূমপানে আপত্তি, অন্তঃসত্ত্বাকে গলা টিপে খুন সহযাত্রীর

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Pregnant woman killed for objecting smoking

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:November 11, 2018 9:00 am
  • Updated:November 11, 2018 9:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে সহযাত্রীকে ধূমপান করতে বারণ করেছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা৷ ধূমপানে বাধা দেওয়ার খেসারত প্রাণ দিয়ে মেটাতে হল তাঁকে৷ গলা টিপে সহযাত্রীকে খুন করল ওই ব্যক্তি৷ অমানবিক এই ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের শাহজাহানপুর৷

[আজব কাণ্ড! এই গ্রামে দিনে নাইটি পরলেই দিতে হয় জরিমানা!]

সামনেই ছটপুজো৷ তার আগে বিহারে নিজের বাড়িতে পৌঁছনোর পরিকল্পনা করেছিলেন বছর পঁয়তাল্লিশের ছিনাত দেবী৷ পরিবারের অন্যান্যদের সঙ্গে পাঞ্জাব-বিহার জালিয়ানওয়ালা এক্সপ্রেসে চড়েন তিনি৷ গর্ভবতী ছিলেন ছিনাত৷ রিজার্ভেশন ছাড়াই, জেনারেল বগিতে যাতায়াতের কিছুটা সমস্যাই হচ্ছিল তাঁর৷ তবু কোনওক্রমে বাড়ি পৌঁছে যাবেন বলেই ভেবেছিলেন ওই মহিলা৷ আচমকা দেখেন, তাঁর সহযাত্রী সোনু যাদব চলন্ত ট্রেনে ধূমপান করছে৷ ধোঁয়ায় কষ্ট হচ্ছিল ছিনাতের৷ অনুরোধের সুরে সোনুকে ধূমপান করতে বারণ করেন তিনি৷ কিন্তু সেকথা কানে যায়নি সোনুর৷ বারবার অনুরোধের জেরে সহযাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই গর্ভবতী মহিলা৷ মাথার ঠিক রাখতে পারেনি সোনুও৷ অভিযোগ, এরপর মহিলার উপর হামলা চালায় সে৷ মহিলার গলা টিপে ধরে৷ ওই মহিলাকে বাঁচাতে ছুটে আসেন তাঁর পরিজনেরা৷ ততক্ষণে চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হয়ে যান অন্যান্য যাত্রীরাও৷ কিন্তু সোনুকে বাগে আনা সম্ভব হয়নি৷ শাহজাহানপুর স্টেশনে ট্রেন যখন পৌঁছয় ততক্ষণে অচৈতন্য হয়ে পড়েছেন ওই গর্ভবতী মহিলা৷

Advertisement

[কাশ্মীরে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি, শহিদ জওয়ান]

শাহজাহানপুর স্টেশনে ট্রেন থামে৷ মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের লোকজনেরা৷ যদিও চিকিৎসক তাঁকে মৃত বলেই জানান৷ আরপিএফের কাছে অভিযোগ জানায় মৃতার পরিজনেরা৷ অভিযোগের ভিত্তিতেই রেলপুলিশ গ্রেপ্তার করে সোনুকে৷ ওই গর্ভবতী মহিলার মৃত্যুর জন্য সে দায়ী বলেই স্বীকার করে নিয়েছে ধৃত৷ রাগের বশেই এ কাজ করে ফেলেছে বলেই জানায় অভিযুক্ত সোনু৷

[টিপু জয়ন্তী ঘিরে উত্তপ্ত কর্ণাটক, অনুষ্ঠান বাতিল মুখ্যমন্ত্রীর]

ছট পুজো নিয়ে আনন্দে মেতে ছিলেন ছিনাতের পরিজনেরা৷ এই প্রাণহানির ঘটনায় আচমকা বিষাদ গ্রাস করেছে সকলকেই৷ ছিনাতের মৃত্যু মানতে পারছেন না তাঁরা৷ এই ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement