Advertisement
Advertisement

গর্ভবতীকে দেওয়া হল এইডস আক্রান্ত রোগীর রক্ত, কাঠগড়ায় সরকারি হাসপাতাল

HIV আক্রান্ত হতে পারে গর্ভস্থ শিশুটিও।

Pregnant woman given HIV blood
Published by: Subhajit Mandal
  • Posted:December 26, 2018 11:53 am
  • Updated:December 26, 2018 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল কর্মীর গাফিলতিতে মারণ রোগে আক্রান্ত হওয়ার মুখে ঢলে পড়লেন এক গর্ভবতী মহিলা ও তাঁর গর্ভস্থ শিশু। অসাবধানতার বশে ওই মহিলার শরীরে প্রবেশ করানো হল HIV+ রোগীর রক্ত। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর ভিরুধুনগর জেলার এক সরকারি হাসপাতালে।

[রাস্তা ও পার্কে নিষিদ্ধ নমাজ, উত্তরপ্রদেশ পুলিশের নির্দেশে বিতর্ক]

অভিযোগ, ভিরুধুনগরের ওই সরকারি হাসপাতালে গত ৩ ডিসেম্বর মহিলার শরীরের HIV+ রক্ত প্রবেশ করানো হয়। গর্ভকালীন অবস্থায় রক্তক্ষরণের জন্য রক্তের প্রয়োজন পড়ায় ওই হাসপাতালে ভরতি হতে হয় মহিলাকে। সেখানেই তাঁর শরীরে এক যুবকের রক্ত প্রবেশ করানো হয়। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় বছর দুই আগেই ওই ব্যক্তি এইচআইভি-তে আক্রান্ত হয়েছিলেন। একটি সরকারি হাসপাতালের ল্যাবে তাঁর পরীক্ষার পর শরীরে HIV-এর জীবাণু ধরাও পড়ে। একটি শিবিরে রক্তদান করেছিলেন যুবক। সেখানেই পরীক্ষা করা হয় তাঁর রক্ত। HIV-এর জীবাণু পাওয়া গেলেও তখন তাঁকে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে তারপরও নিয়মিত রক্তদান করতেন। মাসখানেক আগেই ভিরুধুনগরের ওই হাসপাতালে এসে রক্তদান করে গিয়েছেন তিনি।

Advertisement

[নেতাজির নামে আন্দামানের জনপ্রিয় দ্বীপের নামকরণের সিদ্ধান্ত কেন্দ্রের]

বছর ২৪-এর ওই গর্ভবতীর দেহে সেই যুবকেরই রক্ত দেন হাসপাতাল কর্মীরা। ফলে ওই মহিলার শরীরেও HIV জীবাণু প্রবেশ করেছে। গর্ভস্থ শিশুটিরও HIV+ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে, চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করছেন শিশুটিকে সুরক্ষিত রাখার। তাঁর জন্মের আগে পর্যন্ত জানা সম্ভব নয়, সে আদৌ HIV আক্রান্ত কিনা। ওই মহিলাও আপাতত চিকিৎসারত। যে যুবকের রক্ত দেওয়া হয়েছিল তাঁকেও হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁরও চিকিৎসা চলছে। হাসপাতালের এক আধিকরিক বলছেন, “এটা সম্পূর্ণই অনিচ্ছাকৃত ভুল। তবে, ল্যাবের তিন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আমাদের ধারণা, রক্ত দেওয়ার আগে HIV পরীক্ষা করাননি ওই ল্যাব কর্মীরা।” এদিকে এই ঘটনায় হস্তক্ষেপ করেছে সরকারও। হাসপাতালের গাফিলতি আছে কিনা সেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত মহিলা ও তাঁর স্বামীকে সরকারি চাকরি এবং মোটা  অঙ্কের  জরিমানা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement