সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপি, বিজয় মালিয়া, ললিত মোদিতে রক্ষে নেই নীরব মোদি দোসর। কী করে এই সংকট কাটবে? মাথায় হাত অর্থনীতিবিদদের। পরিসংখ্যান বলছে, গত প্রায় ১১ বছরে অর্থমন্ত্রীরা প্রায় ২.৬ লক্ষ কোটি টাকা ঢেলেছেন ব্যাংকিং সেক্টরে। তাও হাল ফেরেনি মরা নদীর। সংকট মোচনে এবার অভিনব পুজোর আয়োজন হল হায়দরাবাদের এক মন্দিরে।
[ টাকা ফেরানোর রাস্তা বন্ধ করেছে পিএনবি, চিঠিতে দুষলেন নীরব ]
রঙ্গারেড্ডি জেলার চিলকুর বালাজি মন্দির। বিখ্যাত মন্দিরে ব্যক্তিগত সংকট কাটাতে অনেকেই দেবতার পায়ে মাথা নোয়ান। এখন গোটা দেশই যখন সংকটে, তখন মন্দিরের পুরোহিতরাই বা চুপ করে বসে থাকেন কী করে? দেশের সংকট কাটাতেই তাই আয়োজন করা হল বিশেষ পুজো অর্চনার। বিশেষ এই পুজোর নাম ‘চক্রবাজা মাডালা অর্চনা’। শুধুমাত্র পুজোই নয়, বিশেষ এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে প্রেস রিলিজও ছাপানো হয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত সৌন্দরারাজন ও সিএস গোপালকৃষ্ণ জানিয়েছেন, এই পুজো ঋণখেলাপিদের টাকা ফেরত দিতে বাধ্য করবে। যে যতবড় রাঘব বোয়ালই কেউ হোন না কেন! দেশের টাকা যেভাবে লুট হয়ে যাচ্ছে তাতে মন্দির কর্তৃপক্ষ রীতিমতো ব্যথিত। সংবাদ সংস্থা এএনআই-কে জানানো হয়েছে, দেশের কাছে এ সত্যিই বড় সংকটের মুহূর্ত। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ এভাবে লুট হয়ে যাচ্ছে। এই লুটপাট চালাচ্ছে বড় কর্পোরেট হাউসগুলিই। যে কোনওভাবে এই অর্থ ফেরানো জরুরি। তাই এই সংকটমোচনে পুজোর আয়োজন। বিশেষ অনুষ্ঠানে হয়েছিল বহু ভক্তের সমাগম। সকলেই বিশেষ মন্ত্র উচ্চারণ করতে থাকেন। পুরোহিতরা বলেন, ভক্তরা যেন প্রার্থনা করেন, যাতে দেশ এই সংকট থেকে বেরিয়ে আসতে পারে। ধর্মাচরণ, মন্দিরগুলির ভূমিকা নিয়ে নানাসময়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। ব্যক্তিগত সংকটের বাইরে বেরিয়ে, সামাজিক সংকটে যেভাবে এই মন্দির মানুষকে অংশ নিতে উদ্বুদ্ধ করল, সে উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই।
Telangana: Special pooja ‘Chakrabaja Madala Arachana’ performed at Chilkur Balaji Temple in Ranga Reddy district y’day to save ‘money facing threat from political&governmental interference in banking system’,priests say, ‘invocation will help in recovery of money from defaulters’ pic.twitter.com/9p4jZZ1f43
— ANI (@ANI) February 19, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.