Advertisement
Advertisement
প্রশান্ত কিশোর

এনআরসি ইস্যুতে নরম সুর! পালটা কংগ্রেসকেই তোপ প্রশান্ত কিশোরের

কী বললেন তৃণমূলের পরমার্শদাতা?

Prashant Kishor Thinks Anti-CAA Stir Won’t Impact BJP
Published by: Subhajit Mandal
  • Posted:December 21, 2019 11:34 am
  • Updated:December 21, 2019 11:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু থেকেই সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরোধী ছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। এখনও এনআরসির বিরোধী শিবিরেই আছেন। তবে, আগের তুলনায় সুর এখন অনেকটাই নরম। প্রশান্ত কিশোরের (Prashant Kishor) দাবি, এনআরসি(NRC)-সিএএ (CAA) নিয়ে যতই বিক্ষোভ হোক, যাই হোক, এতে ভোটের বাক্সে একটুও ক্ষতি হবে না বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমকক্ষ কেউ এ দেশে এখনও কেউ নেই। শুধু তাই নয়, পিকে এদিন সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।


শনিবার এক টুইটে কংগ্রেসকে বিঁধে প্রশান্তের দাবি, দেশের বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও এনআরসি ইস্যুতে কংগ্রেসের কাছ থেকে প্রত্যাশিত আন্দোলন বা বিরোধিতা কোনওটাই পাওয়া যাচ্ছে না। তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা বলছেন, “সংশোধিত নাগরিকত্ব আইন বা এনআরসি, কোনও ইস্যুতেই রাস্তায় নামেনি কংগ্রেস। এমনকী, সাধারণ নাগরিকরা এই দুই ইস্যুর বিরোধিতায় যে বিক্ষোভ প্রদর্শন করছেন, তাতেও কংগ্রেসের নেতাদের দেখা যাচ্ছে না। কংগ্রেস নেতারা মুখে যতই এনআরসির বিরোধিতা করুক। এই সব বিরোধিতার কোনও মানেই হয় না, যদি না কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সাফ জানিয়ে দেন, তাঁদের রাজ্যে এনআরসি হবে না।”

Advertisement

[আরও পড়ুন: মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডও হাতছাড়া হচ্ছে বিজেপির! ইঙ্গিত ভোট পরবর্তী সমীক্ষায়]


সংশোধিত নাগরিকত্ব বিলের কঠোর সমালোচকদের মধ্যে একজন প্রশান্ত কিশোর। এনআরসি ইস্যুতেও শুরু থেকেই সরকারকে কাঠগড়ায় তুলে এসেছেন তিনি। পার্টি লাইনের উলটো পথে হেঁটে সিএএ-র সমালোচনা করে গিয়েছেন প্রশান্ত কিশোর। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশজুড়ে বিরোধীদের আন্দোলনও প্রায় গণ আন্দোলনের রূপ নিয়েছে। প্রশান্ত কিশোরের দাবি, “যতই গণ আন্দোলন হোক, এতে নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ভাটা পড়বে না। কারণ, এখনও দেশজুড়ে মোদির বিরোধী শক্তপোক্ত কোনও মুখ নেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement