সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে দেখা করার পর সুর কিছুটা নরম করেছিলেন। দিন কয়েক যেতেই ফের স্বমহিমায় প্রশান্ত কিশোর (Prashant Kishor)। এনআরসির (National Register of Citizens) বিরোধিতা শুরু থেকেই করে আসছিলেন। এবার তিনি নাগরিকপঞ্জি রুখে দিতে উদ্যত হলেন। বিরোধীদের বাতলে দিলেন এনআরসি রুখে দেওয়ার জোড়া উপায়।
Two effective ways to stop the implementation of #CAA_NRC are;
— Prashant Kishor (@PrashantKishor) December 22, 2019
(1) Keep protesting peacefully by raising your voice on all platforms, &
(2) Ensure most if not ALL of the 16 Non BJP CMs say NO to NRC in their states.
Everything else important as they may is largely tokenism.
প্রশান্ত কিশোরের মতে, এনআরসি রুখে দেওয়ার দুটি উপায় আছে। প্রথমত, যেভাবে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ চলছে। তা এভাবেই চালিয়ে যাওয়া। তবে, কোনওভাবেই হিংসার আশ্রয় নিয়ে নয়, বরং অহিংসভাবে। দ্বিতীয়ত, যে ১৬ জন অবিজেপি মুখ্যমন্ত্রী আছেন, তাঁদের সবাইকে সম্ভব না হলেও, যত বেশি জনকে সম্ভব একত্রিত করা। এবং, তাঁদের রাজ্যে এনআরসি চালু না করার অঙ্গীকার করা। এছাড়া আর যাই করা হোক, তাতে কোনও কাজ হবে না। রবিবার সকালে টুইট করে একথা বলেছেন প্রশান্ত কিশোর।
এনআরসি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন প্রশান্ত কিশোর। অসমে এনআরসির তালিকা প্রকাশ হওয়ার পর তীব্র সুরে বিজেপিকে আক্রমণ শানান তিনি। এনআরসির মতোই সংশোধিত নাগরিকত্ব আইনেরও বিরোধিতা করেছেন পিকে। তাঁর দল জেডিইউ বিলটিকে সমর্থন করলেও, পার্টি লাইনের উলটো পথে হেঁটেছেন তিনি। আবার প্রশান্ত কিশোরের প্রভাবেই সম্ভবত, বিহারে এনআরসি না করার সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। অন্যান্য অবিজেপি রাজ্যগুলিকেও একত্রিত করার চেষ্টা করেছেন তিনি। আসলে, প্রশান্ত যেনতেনপ্রকারেণ এনআরসি রুখে দিতে চাইছেন। সেকারণেই, বিরোধী শিবিরকে পথ বাতলে দিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.